নিজস্ব সংবাদদাতা: এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে 'তুমি আশে পাশে থাকলে'। নায়িকা বদল হওয়ার পরই এই দুঃসংবাদ। কিছুদিন আগেই অঙ্গনা রায়ের পরিবর্তে পার্বতীর চরিত্রে কাজ শুরু করেন অভিনেত্রী রুকমা রায়। তবে এই চরিত্রতেও আর খুব বেশি দিন দেখা যাবে না রুকমাকে।
দেব, পারো এবং পার্বতীর গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। পারো ও পার্বতী- এই দুই চরিত্রেই প্রথমে দেখা যায় অঙ্গনা রায় কে। তবে পরে গল্প অনুযায়ী পারোর চরিত্রে অভিনয় করতে শুরু করেন নবনীতা দাস, এরপর বদলে যায় পার্বতীর চরিত্রও, কিছুদিন আগেই অঙ্গনার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করতে শুরু করেন রুকমা রায়। তবে এই ধারাবাহিকে খুব বেশিদিন অভিনয় করতে পারলেন না রুকমা। পর্দার দেব অর্থাৎ রোহন ভট্টাচার্য জানিয়েছেন, 'সম্ভবত সম্ভবত ২০ জুলাই শুটিং হবে, হঠাৎ বন্ধ হওয়ার কারণ জানিনা, তবে এই মাসের শেষ সম্প্রচার হবে আমাদের ধারাবাহিক'।
এখন প্রশ্ন উঠছে, নায়িকা বদল হওয়ার কারণেই কি শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক? অসুস্থতার কারণে এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসতে হয় অভিনেত্রী অঙ্গনা রায় কে। যদিও পারো এবং পার্বতী এই দুই চরিত্রেই দর্শকদের নজর কেড়েছিলেন অঙ্গনা, প্রথম ধারাবাহিকেই প্রশংসা পেয়েছেন দর্শকদের পাশাপাশি পেয়েছেন মনের মানুষ রোহনকে। অন্যদিকে 'রুপ সাগরে মনের মানুষ' ধারাবাহিক শেষ হওয়ার পর এই ধারাবাহিকে কাজ করতে শুরু করেন রুকমা। তবে এভাবে কয়েক দিনের মধ্যেই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তা হয়তো ভাবতে পারিনি অভিনেত্রী নিজেও। তবে কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে রুকমা রায় অভিনীত 'নষ্টনীড় ২' ওয়েব সিরিজ।
দেব, পারো এবং পার্বতীর গল্প নিয়েই শুরু হয় এই ধারাবাহিক। পারো ও পার্বতী- এই দুই চরিত্রেই প্রথমে দেখা যায় অঙ্গনা রায় কে। তবে পরে গল্প অনুযায়ী পারোর চরিত্রে অভিনয় করতে শুরু করেন নবনীতা দাস, এরপর বদলে যায় পার্বতীর চরিত্রও, কিছুদিন আগেই অঙ্গনার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করতে শুরু করেন রুকমা রায়। তবে এই ধারাবাহিকে খুব বেশিদিন অভিনয় করতে পারলেন না রুকমা। পর্দার দেব অর্থাৎ রোহন ভট্টাচার্য জানিয়েছেন, 'সম্ভবত সম্ভবত ২০ জুলাই শুটিং হবে, হঠাৎ বন্ধ হওয়ার কারণ জানিনা, তবে এই মাসের শেষ সম্প্রচার হবে আমাদের ধারাবাহিক'।
এখন প্রশ্ন উঠছে, নায়িকা বদল হওয়ার কারণেই কি শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক? অসুস্থতার কারণে এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসতে হয় অভিনেত্রী অঙ্গনা রায় কে। যদিও পারো এবং পার্বতী এই দুই চরিত্রেই দর্শকদের নজর কেড়েছিলেন অঙ্গনা, প্রথম ধারাবাহিকেই প্রশংসা পেয়েছেন দর্শকদের পাশাপাশি পেয়েছেন মনের মানুষ রোহনকে। অন্যদিকে 'রুপ সাগরে মনের মানুষ' ধারাবাহিক শেষ হওয়ার পর এই ধারাবাহিকে কাজ করতে শুরু করেন রুকমা। তবে এভাবে কয়েক দিনের মধ্যেই যে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তা হয়তো ভাবতে পারিনি অভিনেত্রী নিজেও। তবে কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে রুকমা রায় অভিনীত 'নষ্টনীড় ২' ওয়েব সিরিজ।
