আজকাল ওয়েবডেস্ক: হাথরাসের ঘটনার স্মৃতি এখনও টাটকা সকলের মনে। এরই মধ্যে একই ধরণের বড় দুর্ঘটনা এড়াল মুম্বই। এয়ার ইন্ডিয়ার লোডার পদের জন্য লোক নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে সেখানে এসে হাজির ২৫ হাজার প্রার্থী। পদের সংখ্যা ছিল ২ হাজার কিছু বেশি। হঠাৎ করে এত চাকরিপ্রার্থী দেখে রীতিমতো চোখ কপালে ওঠে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।
ছবিতে দেখা গেল সকলেই একে অপরকে ধাক্কা দিয়ে কাউন্টারের কাছে পৌঁছতে চেষ্টা করছে। বহুক্ষণ ধরে চাকরিপ্রার্থীরা ভিড় করেছিলেন। তাঁরা ঘন্টার পর ঘন্টা খাবার ছাড়াই ছিলেন। ফলে কয়েকজন অসুস্থ বোধ করতে শুরু করেন। এয়ারপোর্ট লোডার পদের জন্য শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। সেইমত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে এত প্রার্থীদের দেখে ভয় পেয়ে যায় কর্তৃপক্ষ।
লোডারদের মাইনে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা হয়। তবে অতিরিক্ত কাজ করলে তাঁরা ৩০ হাজার পর্যন্ত পেতে পারেন। এজন্য তেমন শিক্ষাগত যোগ্যতা দরকার পড়েনা। শুধু প্রার্থীদের শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। কিন্তু দেখা গেল বহু উচ্চশিক্ষিত প্রার্থীরা এই পদের জন্যেই আবেদন করেছেন।
এক বিবিএ ছাত্র জানান, যদি এই চাকরি সে পেয়ে যায় তবে সে পড়া ছেড়ে দেবে। দেশে এতবেশি বেকারত্ব রয়েছে তার থেকে মুক্তির উপায় নেই। বেগতিক দেখে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সকলের সিভি নিয়েই ক্ষান্ত হয়েছে। নাহলে হাথরাথের ঘটনার ফের পুনরাবৃত্তি হতেই পারত। এই ছবি শেয়ার করে কংগ্রেস জানিয়েছে দেশে বেকারত্ব কোন জায়গায় গিয়েছে তা এই ছবিতেই স্পষ্ট।
ছবিতে দেখা গেল সকলেই একে অপরকে ধাক্কা দিয়ে কাউন্টারের কাছে পৌঁছতে চেষ্টা করছে। বহুক্ষণ ধরে চাকরিপ্রার্থীরা ভিড় করেছিলেন। তাঁরা ঘন্টার পর ঘন্টা খাবার ছাড়াই ছিলেন। ফলে কয়েকজন অসুস্থ বোধ করতে শুরু করেন। এয়ারপোর্ট লোডার পদের জন্য শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। সেইমত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে এত প্রার্থীদের দেখে ভয় পেয়ে যায় কর্তৃপক্ষ।
লোডারদের মাইনে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা হয়। তবে অতিরিক্ত কাজ করলে তাঁরা ৩০ হাজার পর্যন্ত পেতে পারেন। এজন্য তেমন শিক্ষাগত যোগ্যতা দরকার পড়েনা। শুধু প্রার্থীদের শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। কিন্তু দেখা গেল বহু উচ্চশিক্ষিত প্রার্থীরা এই পদের জন্যেই আবেদন করেছেন।
এক বিবিএ ছাত্র জানান, যদি এই চাকরি সে পেয়ে যায় তবে সে পড়া ছেড়ে দেবে। দেশে এতবেশি বেকারত্ব রয়েছে তার থেকে মুক্তির উপায় নেই। বেগতিক দেখে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সকলের সিভি নিয়েই ক্ষান্ত হয়েছে। নাহলে হাথরাথের ঘটনার ফের পুনরাবৃত্তি হতেই পারত। এই ছবি শেয়ার করে কংগ্রেস জানিয়েছে দেশে বেকারত্ব কোন জায়গায় গিয়েছে তা এই ছবিতেই স্পষ্ট।
