আজকাল ওয়েবডেস্ক : রাঁচিতে বীরসা মুণ্ডার জন্মদিনে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে দিনটি জনজাতীয় দিবস হিসাবে পালিত হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বীরসা মুণ্ডা ভারতীয়দের কাছে আদর্শ। তার জন্মদিনে অনেক শ্রদ্ধা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা। আদিবাসীরা কিভাবে দেশের জন্য কাজ করেছে তার কথা মনে করালেন প্রধানমন্ত্রী। শুধু বীরসা মুণ্ডা নয় বন্ধু ভগত, নীলাম্বর-পীতাম্বর, গয়া মুণ্ডাদের কথাও স্মরণ করলেন প্রধানমন্ত্রী। বীরসা মুণ্ডার এই মূর্তিটি ২৫ একর জমিতে রয়েছে। এখানে রয়েছে একটি শিশুদের খেলার পার্কও। দুদিনের ঝাড়খণ্ড সফরে প্রধানমন্ত্রী বীরসা মুণ্ডার গ্রামেও যান। এরপর সেখান থেকেই তিনি আদিবাসীদের জন্য ২৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। এই প্রকল্পকে বিকশিত ভারত সংকল্প যাত্রা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও সেখানে ১৮ হাজার কোটি টাকার পিএম কিষাণ প্রকল্প ঘোষণা করেন তিনি।
