আজকাল ওয়েবডেস্ক : নিট কাণ্ডে বাড়ল গ্রেপ্তারের সংখ্যা। মঙ্গলবার সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করল। ধৃতদের বিরুদ্ধে নিটের প্রশ্নপত্র চুরি এবং সেগুলিকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

ধৃতদের নাম পঙ্কজ কুমার এবং রাজু সিং। দুজনকে বিহারের পাটনা এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পঙ্কজ কুমার প্রশ্ন চুরি করা দলের সক্রিয় সদস্য। অন্যদিকে রাজু তাঁকে সহায়তা করত সেগুলিকে পড়ুয়াদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।

প্রসঙ্গত, নিট কাণ্ডে সিবিআই বিগত কয়েকদিনে ৯ জনকে গ্রেপ্তার করেছে। ধৃত সকলেই একে অপরের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই হেপাজতে আরও ১৩ জন অভিযুক্ত রয়েছে। এদের মধ্যে রকি, রাকেশ রঞ্জন। এদেরকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়। এরা সকলেই কিংপিন হিসাবে পরিচিত।

নিট কাণ্ডের জেরে গোটা দেশ যখন তোলপাড় তখন এর তদন্তভার নেয় সিবিআই। গোটা দেশের নিট পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সিবিআই এখনও পর্যন্ত এই মামলায় ৬ টি এফআইআর দায়ের করেছে। আরও বহু ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে বলেই মনে করছে সিবিআই কর্তারা।