আজকাল ওয়েবডেস্ক : মুম্বই বিএমডাব্লু হিট অ্যান্ড রান মামলায় প্রধান অভিযুক্ত মিহির শাহকে ১৪ দিনের জন্য জেল হেপাজতে পাঠান হল। কাবেরী নাখাওয়া হত্যার মামলায় অভিযুক্ত এই শিবসেনা নেতার ছেলে।

৭ জুলাই কাবেরী নাখাওয়া এবং তাঁর স্বামী যখন নিজেদের স্কুটি চেপে ফিরছিলেন তথন মত্ত অবস্থান মিহির তাঁদেরকে নিজের গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় মিহির। ঘটনার জেরে কাবেরীর মৃত্যু হলেও তাঁর স্বামী বেঁচে যান। পুলিশ ঘটনার তিনদিন বাদে মিহিরকে গ্রেপ্তার করে। তাঁর ফোনের লোকেশন দেখেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ১০ জুলাই মিহিলকে সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মেয়াদই ফের বাড়িয়ে দেওয়া হল। গাড়ি চালানোর সময় মত্ত অবস্থায় ছিল বলেই পুলিশের জেরায় স্বীকার করেছে মিহির। এই ঘটনার তদন্তে মিহিরকে আরও জেরা করা প্রয়োজন রয়েছে বলেই আদালতে জানায় পুলিশ। ঘটনার দিন বন্ধুর সঙ্গে প্রচুর মদ্যপান করেছিল মিহির। এরপর সেই অবস্থায় নিজের গাড়ি নিয়ে কাবেরী নাখাওয়ার গাড়িকে ধাক্কা মারে সে। পুলিশ জানিয়েছে ঘটনার দিন শুধু ধাক্কা মেরেই ক্ষান্ত হয়নি মিহির। সে কাবেরীকে দেড় কিলোমিটার রাস্তায় টেনে নিয়ে যায়।