নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় আবারও নতুন জুটি। এবার জুটি বাঁধছেন রিয়াজ লস্কর এবং অয়ন্যা চট্টোপাধ্যায়। নতুন ধারাবাহিকে স্বামী-স্ত্রীর চরিত্র দেখা যাবে তাঁদের । আকাশ আটে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 'বৌ চুরি' গল্প অবলম্বনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। যেখানে প্রথমবার জুটি বাঁধছেন রিয়াজ ও অয়ন্যা।

গল্প অনুযায়ী এক অনাথ ছেলের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ লস্কর। আর অন্যদিকে 'মন্দা'র চরিত্রে অয়ন্যা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। তবে সম্প্রপ্রচারের সময় বা তারিখ এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল রিয়াজকে। অন্যদিকে স্টার জলসার 'শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে দর্শক শেষ দেখেছিলেন অয়ন্যাকে। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে।
তানিষ্কাকে সম্প্রতি দর্শক দেখেছেন স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে। তবে নতুন ট্র্যাক শুরু হওয়ার পর থেকে আর দেখা যায়নি তাঁকে। ছোটপর্দার নতুন জুটি রিয়াজ-অয়ন্যা দর্শকমনে কতটা জায়গা করে নেন এখন সেটাই দেখার।