‌আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপ জিতেই ক্রিকেটের এই সংস্করণকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন তিনি। টেস্ট কিংবা একদিনের ক্রিকেটে আর কতদিন খেলতে দেখা যাবে তাঁকে?‌ রোহিত দিলেন স্পষ্ট জবাব।


আপাতত দেশের বাইরে রয়েছেন রোহিত। সেখানেই এক সাক্ষাৎকারে ভারত অধিনায়ক জানিয়েছেন, ‘‌আরও খেলব। এখনই অবসর নিচ্ছি না। আমাকে আরও বেশ কিছুদিন খেলতে দেখবেন।’‌ প্রসঙ্গত, টি২০ ক্রিকেটে ১৫৯ ম্যাচে ৪২৩১ রান করেছেন রোহিত। সর্বোচ্চ পাঁচটি শতরান রয়েছে। দু’‌বার টি২০ বিশ্বকাপ জিতেছেন। 


এটা ঘটনা দেশের হয়ে আর টি২০ খেলতে দেখা যাবে না রোহিত, বিরাট ও জাদেজাকে। তিন জনই অবসর নিয়েছেন এই সংস্করণ থেকে। তবে লাল বলের ক্রিকেট কিংবা ৫০ ওভারের ক্রিকেটে থাকবেন আপাতত তিন জনই। এদিকে ইনস্টাগ্রামে সদ্য প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য আবেগঘন বার্তা পোস্ট করেছেন রোহিত। বলেছেন, ‘‌প্রিয় রাহুল ভাই। তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সঠিক ভাষা খুঁজছি। কিন্তু এখনও পাইনি।’‌