আজকাল ওয়েবডেস্ক : বাজারে গেলেই এখন মাথায় হাত আমজনতার। সবজি থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম অনেকটাই বেশি। অথচ বিগত কয়েক বছরের মধ্যে বেড়েছে এই দাম। তার আগে পর্যন্ত দাম মোটামুটি নাগালের মধ্যে ছিল।
সমীক্ষা থেকে জানা যাচ্ছে জুন মাসে এই দাম বেড়েছে ৫. ০৮ শতাংশ। এই হার বিগত ৪ মাস আগে ছিল ৪. ৮০ শতাংশ। সারা ভারতের কনজুমার মূল্য বিচার করলে দেখা যায় এই হার প্রতিদিন বেড়েই চলেছে। যদিও গোটা বিষয়টি যাতে হাতের বাইরে না যায় সেদিকে নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে তাতে আম আদমির সমস্যা কমছে না।
সমীক্ষা থেকে দেখা যাচ্ছে ফলের দাম ৮. ৬৯ % থেকে বেড়েছে ৯. ৫৫ %। এজন্য সাধারণ খেটে খাওয়া মানুষ তার পরিবারের প্রতি যে পুষ্টি দিতে চাইছে সেটাও সে দিতে পারছে না। এর ফলে চিকিৎসা খাতে অনেক টাকা চলে যাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্র। কিন্ত তারা এখন এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
সমীক্ষা থেকে জানা যাচ্ছে জুন মাসে এই দাম বেড়েছে ৫. ০৮ শতাংশ। এই হার বিগত ৪ মাস আগে ছিল ৪. ৮০ শতাংশ। সারা ভারতের কনজুমার মূল্য বিচার করলে দেখা যায় এই হার প্রতিদিন বেড়েই চলেছে। যদিও গোটা বিষয়টি যাতে হাতের বাইরে না যায় সেদিকে নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে তাতে আম আদমির সমস্যা কমছে না।
সমীক্ষা থেকে দেখা যাচ্ছে ফলের দাম ৮. ৬৯ % থেকে বেড়েছে ৯. ৫৫ %। এজন্য সাধারণ খেটে খাওয়া মানুষ তার পরিবারের প্রতি যে পুষ্টি দিতে চাইছে সেটাও সে দিতে পারছে না। এর ফলে চিকিৎসা খাতে অনেক টাকা চলে যাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্র। কিন্ত তারা এখন এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
