আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ। উইম্বলডন ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ এবং কার্লোস আলকারাজ। বর্তমান টেনিস বিশ্বে দুই অন্যতম সেরা খেলোয়াড় মুখোমুখি। আর ফাইনালকে কেন্দ্র করে টিকিটের জন্য হাহাকার দেখা গিয়েছে ইংল্যান্ডে। মনে করা হচ্ছে উইম্বলডন ফাইনাল ম্যাচের টিকিট খেলার ইতিহাসে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে।
ফাইনালের দুই প্রতিযোগী পাকা হয়ে যাওয়ার পর থেকেই বাড়তে থাকে টিকিটের চাহিদা। খেলার দিন সকালে টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। স্টেডিয়ামে সবথেকে খারাপ সিটটির টিকিটের দাম উঠেছে ১০,০০০ ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় ৮ লক্ষ ৩৫ হাজার ১৯৪ টাকা। এটা সবথেকে খারাপ সিটটির দাম। স্টেডিয়ামের সব সিট এই মূল্যে বিক্রি হলেই উঠবে ১২৫ কোটি টাকারও বেশি। উইম্বলডনের সেন্টার কোর্টের ধারণ ক্ষমতা ১৪,৯৭৯। হাউসফুল তো হয়েছেই, কোর্টের বাইরেও ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে।
এদিন উইম্বলডন জিতলে জকোভিচ আটটি উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জেতার ঐতিহাসিক রেকর্ড গড়বেন। তাঁর সামনে ইতিহাস ছোঁয়ার হাতছানি রয়েছে। উইম্বলডন রেকর্ডের পাশাপাশি জকোভিচ নিজের ২৫ তম চ্যাম্পিয়নশিপ জিতবেন। যা কিনা ছড়িয়ে যাবে মার্গারেট কোর্টের ২৪ টি চ্যাম্পিয়নশিপকে। উল্টোদিকে, পিছিয়ে নেই স্প্যানিশ তারকা আলকারাজও। ২১ বছরের এই টেনিস তারকা এদিন জিতলে নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তিনি।
ফাইনালের দুই প্রতিযোগী পাকা হয়ে যাওয়ার পর থেকেই বাড়তে থাকে টিকিটের চাহিদা। খেলার দিন সকালে টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। স্টেডিয়ামে সবথেকে খারাপ সিটটির টিকিটের দাম উঠেছে ১০,০০০ ডলারের বেশি। ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় ৮ লক্ষ ৩৫ হাজার ১৯৪ টাকা। এটা সবথেকে খারাপ সিটটির দাম। স্টেডিয়ামের সব সিট এই মূল্যে বিক্রি হলেই উঠবে ১২৫ কোটি টাকারও বেশি। উইম্বলডনের সেন্টার কোর্টের ধারণ ক্ষমতা ১৪,৯৭৯। হাউসফুল তো হয়েছেই, কোর্টের বাইরেও ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে।
এদিন উইম্বলডন জিতলে জকোভিচ আটটি উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জেতার ঐতিহাসিক রেকর্ড গড়বেন। তাঁর সামনে ইতিহাস ছোঁয়ার হাতছানি রয়েছে। উইম্বলডন রেকর্ডের পাশাপাশি জকোভিচ নিজের ২৫ তম চ্যাম্পিয়নশিপ জিতবেন। যা কিনা ছড়িয়ে যাবে মার্গারেট কোর্টের ২৪ টি চ্যাম্পিয়নশিপকে। উল্টোদিকে, পিছিয়ে নেই স্প্যানিশ তারকা আলকারাজও। ২১ বছরের এই টেনিস তারকা এদিন জিতলে নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তিনি।
