আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ভয়াবহ হামলা চালানো বন্দুকবাজের পরিচয় ফাঁস করলেন তদন্তকারী আধিকারিকরা। রবিবার ফেডেরাল ব্যুরো ইনভেস্টিগেশনের তরফে জানানো হয়েছে, পেনসিলভানিয়ায় বাটলারে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালিয়েছিল ২০ বছরের এক যুবক।

বন্দুকবাজের নাম, থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্প যেখানে বক্তৃতা দিচ্ছিলেন, তার থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে ছিল থমাস। সেখান থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। থমাস পেনসিলভানিয়ার বাসিন্দা ছিলেন। মার্কিন সিক্রেট সার্ভিস আধিকারিকদের গুলিতে তখনই থমাসের মৃত্যু হয়েছে। ট্রাম্পের উপর হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।

শনিবার বাটলারে বক্তব্য রাখার সময় ট্রাম্পের ডান কান ঘেঁষে গুলি চলে যায়। প্রাণরক্ষা হলেও, আহত হন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ডান কান থেকে রক্ত ঝরতেও দেখা গিয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বন্দুকবাজ ছাড়াও সভায় উপস্থিত এক দর্শকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। ট্রাম্পের উপর এহেন হামলার ঘটনায় একযোগে প্রতিবাদ করেছেন জো বাইডেন, বারাক ওবামা, নরেন্দ্র মোদি সহ বিশ্বনেতারা।