আজকাল ওয়েবডেস্ক : চেন্নাইতে পুলিশের এনকাউন্টার। বিএসপি নেতা কে আমস্ট্রং খুনের একজন দুষ্কৃতী মৃত।
পুলিশ সূত্রে খবর, মৃত দুষ্কৃতীর কাছে খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র মিলেছে। পুলিশকে দেখে সে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর পুলিশের গুলিতে কাবু হয়ে পড়ে ওই দুষ্কৃতী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
চলতি মাসের শুরুতে আমস্ট্রংকে তাঁর বাড়ির সামনে গুলি করে মারা হয়। বাইক করে ৬ দুষ্কৃতী এসে এই হত্যাকান্ড করে। দলের কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা হয়। মৃত দুষ্কৃতী এই ঘটনার একজন অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। বিএসপি নেতা আমস্ট্রং একজন আইনজীবী ছিলেন। তিনি বিএসপি সুপ্রিমো মায়াবতীর কাছের লোক ছিলেন। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মায়াবতী। তাঁর দলের একজন কর্মীকে করা এভাবে খুন করল তার সঠিক তদন্তের দাবি জানান মায়াবতী।
পুলিশ সূত্রে খবর, মৃত দুষ্কৃতীর কাছে খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র মিলেছে। পুলিশকে দেখে সে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর পুলিশের গুলিতে কাবু হয়ে পড়ে ওই দুষ্কৃতী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
চলতি মাসের শুরুতে আমস্ট্রংকে তাঁর বাড়ির সামনে গুলি করে মারা হয়। বাইক করে ৬ দুষ্কৃতী এসে এই হত্যাকান্ড করে। দলের কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা হয়। মৃত দুষ্কৃতী এই ঘটনার একজন অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। বিএসপি নেতা আমস্ট্রং একজন আইনজীবী ছিলেন। তিনি বিএসপি সুপ্রিমো মায়াবতীর কাছের লোক ছিলেন। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মায়াবতী। তাঁর দলের একজন কর্মীকে করা এভাবে খুন করল তার সঠিক তদন্তের দাবি জানান মায়াবতী।
