আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চলল গুলি। পেনসিলভেনিয়ার বাটলারে অল্পের জন্য প্রাণরক্ষা ট্রাম্পের। ডান কান ঘেঁষে গুলি চলে যাওয়ায় আহত হয়েছেন তিনি। তাঁর উপর হামলার ঘটনাটি ঘিরে বিশ্বনেতারা একযোগে নিন্দায় মুখর হয়েছেন।

রবিবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেখেন, 'পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘিরে আমি অবগত। উনি বর্তমানে নিরাপদে আছেন। ডোনাল্ড ট্রাম্প এবং সভায় উপস্থিত দর্শকদের জন্য আমি প্রার্থনা করছি। আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করা উচিত।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় আমি উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।'

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য, 'গণতন্ত্রে এই ধরনের হিংসার জায়গা নেই। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর আহত হননি, এটা জেনে স্বস্তি বোধ করছি। আমি ও মিশেল তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'

নির্বাচনী জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর এ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, নিকি হ্যালি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ আরও অনেকে।