বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জুলাই ২০২৪ ১৮ : ০১Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ২ ( বিষ্ণু, জেসিন)
মোহনবাগান - ১ (সুহেল)
সম্পূর্ণা চক্রবর্তী: কলকাতা লিগের প্রথম ডার্বির পর শতবর্ষের ডার্বিও ইস্টবেঙ্গলের। লিগের প্রথম গোলদাতা নেপাল চক্রবর্তীর ছেলে দীপক চক্রবর্তী সাক্ষী থাকল লাল হলুদের জয়ের। শনিবার ফাঁকা গ্যালারির সামনে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোলদাতা পিভি বিষ্ণু এবং জেসিন টিকে। শেষ মিনিটে সুহেল ভাটের গোল সান্ত্বনা পুরস্কার। পাঁচ বছর পর ঘরোয়া লিগের ডার্বি খেলতে নেমেছিল দুই প্রধান। শেষবার কলকাতা লিগে ২০১৯ সেপ্টেম্বর মুখোমুখি হয় ইস্ট-মোহন। এদিন আগাগোড়াই দাপুটে ফুটবল বিষ্ণু, জেসিন, অমনদের। একাধিক সুযোগ নষ্ট না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত বিনো জর্জের দল। কলকাতা লিগে এখনও জয়ের খাতা খুলতে পারল না মোহনবাগান। প্রথম দু'ম্যাচ ড্রয়ের পর ইস্টবেঙ্গলের কাছে হার। বর্তমান পারফরম্যান্সের নিরিখে এগিয়ে থেকেই শুরু করেছিল লাল হলুদ। তার প্রতিফলন ঘটল মাঠে। ম্যাচের সেরা বিষ্ণু। তিন ম্যাচে তিনটেই জয়। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে একনম্বরে ভবানীপুর। অন্যদিকে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট মোহনবাগানের।
এদিন দলে বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ারকে নামান বিনো জর্জ। প্রথম একাদশে রাখেন দেবজিৎ, ডেভিড, বিষ্ণু, হিরাকে। অন্যদিকে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স, অমনদীপরা। প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। একাধিক সুযোগ তৈরি করেন বিষ্ণু। কিন্তু নৈপূণ্যতার অভাব। প্রথমার্ধে মোহনবাগান গোলকিপার রাজা বর্মনকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করলেও, মিসের সংখ্যা প্রচুর। তেকাঠিতে রাখতে ব্যর্থ বিষ্ণু, অমন, জেসিনরা। নজর কাড়তে পারেনি গত কলকাতা লিগের নায়ক ডেভিড লালানসাঙ্গা। মহমেডানের জয়ের অন্যতম কান্ডারী ছিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে ম্যাড়ম্যাড়ে অভিষেক। অন্যদিকে দেবজিতকেও কোনও পরীক্ষার মুখে পড়তে হয়নি।
দ্বিতীয়ার্ধে তিনটে পরিবর্তন বদলে দিল ম্যাচের রং। সায়ন, সার্থক, জেসিনকে নামান বিনো জর্জ। তারপরই ইস্টবেঙ্গলের খেলা ঘুরে যায়। ম্যাচের ৫১ মিনিটে লাল হলুদকে এগিয়ে দেন বিষ্ণু। তবে একাধিক সুযোগ মিসও করেন। নয়তো হ্যাটট্রিক করতে পারতেন। ম্যাচের ৬৪ মিনিটে ২-০ করেন জেসিন টিকে। শুক্রবার ঘরের মাঠে প্রাক ম্যাচ প্রস্তুতিতে ঝামেলায় জড়িয়েছিলেন জেসিন এবং অমন। শনিবার বিকেলে সেই অমনের পাস থেকেই গোল করলেন জেসিন। মোহনবাগানের খেলা দেখে কখনওই মনে হয়নি ম্যাচে সমতা ফিরতে পারে। যাবতীয় আক্রমণ অ্যাটাকিং থার্ডে আটকে যায়। তারমধ্যে অসংখ্য মিস পাস। এখনও দানা বাঁধেনি বাগানের আক্রমণভাগ। সংযুক্তি সময়ের অন্তিমলগ্নে টাইসনের পাস থেকে গোল করেন সুহেল ভাট। গোলটা ছাড়া সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি মোহনবাগান।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আনোয়ারের জরিমানার বিরুদ্ধে আবেদন করবে ইস্টবেঙ্গল ...
চলে গেলেন বাংলার টেবিল টেনিসের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল...
এমবাপ্পে, হালান্ড: ভবিষ্যতের ব্যালন ডি অর জয়ীদের তালিকায় কারা? জানিয়ে দিলেন সিআর সেভেন...
যোগরাজের বর্তমান স্ত্রী যুবরাজের মা নন? সিং পরিবারের সম্পর্কের ইতিহাস ঘিরে রহস্য সর্বত্র ...
অ্যাথলিট প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল, সেই প্রেমিকেরও মৃত্যু হল ঝলসে ...
মানোলোর কোচিংয়ে মুখ থুবড়ে পড়ল ভারত, ঘরের মাঠে সিরিয়ার কাছে হার ৩ গোলে ...
বাংলাদেশকে এখানে খেলতে দেব না, হুঙ্কার হিন্দু মহাসভার, কিন্তু কেন? ...
এক বা দুই নয়, ইংল্যান্ডকে হারাতে দশ বছর লেগে গেল শ্রীলঙ্কার ...
এবার আসুক অস্ট্রেলিয়ায়, দেখে নেব, ভারতকে হুঙ্কার এই অসি পেসারের...
ইতালির জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলারকে নাকচ করে দিল আইএসএল ক্লাব, কারণ জানুন ...
India Team: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন পন্থ, সুযোগ পেলেন বাংলার আকাশ দীপও ...
Igor Stimac: ফেডারেশনের সঙ্গে সমস্যা মেটার পথে, কত টাকা ক্ষতিপূরণ পাবেন স্টিমাচ? ...
Vishal Kaith: আজীবন মোহনবাগানেই খেলতে চান, লম্বা চুক্তির পর জানিয়ে দিলেন তারকা গোলকিপার...
Asian Champions Trophy: চিনের বিরুদ্ধে সহজ জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারতীয় হকি দল...
Kolkata Football League: আবার জেতা ম্যাচ হাতছাড়া, তালতলার সঙ্গে ড্র ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের...