উপনির্বাচনের ফল দেখলে বোঝা যাবে ১০ টি আসনেই জয়লাভ ইন্ডিয়া জোটের। বিজেপির ভাগ্যে এসেছে ২ টি। বিহারের নীতীশ কুমারের ঝুলিতে একটি। সবমিলিয়ে এনডিএ-র হাতে জুটল ৩ টি।
পশ্চিমবঙ্গে সবকটি আসনেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। ফলে এখানে কার্যত হোয়াইটওয়াশ হয়েছে বিজেপি শিবির। অন্যদিকে দেশের নিরিখে পাঞ্জাবের জলন্ধরে জয়ী আপ। হিমাচলের দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস শিবির। সবদিক থেকে দেখলে দেখা যাচ্ছে লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের নৌকার পালে যে হাওয়া লেগেছিল তা এখনও বজায় রয়েছে।
কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা ভোট। ৪০০ পার করার দাবি নিয়ে প্রতিটি নির্বাচনী মঞ্চে গলা ফাটালেও বিজেপির কপালে জুটেছে ২৪০ টি আসন। সেখানে এনডিএ-র হাত না ধরলে তারা হয়তো এবার সরকার গঠন করতেই পারত না। অন্যদিকে ২৩৪ টি আসন পেয়ে বিরোধী শিবির যথেষ্ট মজবুত আসন নিয়েছে।
উপনির্বাচনের ফল বিচার করলে ইন্ডিয়া জোটের এই উত্থান বিজেপি শিবিরে অনেকটাই চিন্তার ভাঁজ ফেলে দেবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ফের নতুন কৌশল আনতে হবে গেরুয়া শিবিরকে নাহলে কিন্তু সিঁদুরে মেঘ অপেক্ষা করে রয়েছে।
