আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের সঙ্গে সম্পর্ক শেষ। তিন বছরের চুক্তিতে ওড়িশা এফসিতে হুগো বুমোস। আবার পুরোনো কোচের অধীনে খেলতে দেখা যাবে ফরাসি-মরোক্কান তারকাকে। ভারতে আসার পর এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসিতে সার্জিও লোবেরার কোচিংয়ে খেলেন হুগো। আবার তাঁর কোচিংয়ে খেলতে দেখা যাবে মোহনবাগানের প্রাক্তন তারকাকে। ওড়িশাতে সই করার পর হুগো বলেন, 'পরের তিন বছরের জন্য ওড়িশা এফসিতে যোগ দিতে পেরে আমি খুশি। ক্লাব ক্রমাগত উন্নতি করছে। আশা করছি আমি নিজের সেরাটা দিতে পারব। আমি আবার সার্জিও লোবেরার কোচিংয়ে খেলতে পারব ভেবে খুশি। অতীতে ওনার অধীনে আমি সাফল্য পেয়েছি। ওড়িশায় আমার সতীর্থ এবং বাকি সকলের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। আমার ওপর ভরসা রাখার জন্য ক্লাব কর্তাদের ধন্যবাদ।'

আহমেদ জাহু, মুরতাদা ফল, আমে রানাওয়াডেদের সঙ্গে গোয়া এবং মুম্বইয়ে খেলেন হুগো। ওড়িশায় আবার পুরোনো সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। বুমোস সম্পর্কে লোবেরা বলেন, 'আমার মতে ওর পজিশনে আইএসএলে বুমোস সেরা প্লেয়ার। আমরা একে অপরকে খুব ভাল করে চিনি। সাফল্য পেতে আমাদের দু'জনেরই একে অপরকে দরকার। আশা করছি আমার মিলিতভাবে আবার ক্লাবকে সাফল্য দিতে পারব।' প্রসঙ্গত, শুক্রবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের উদ্দেশে বিদায় বার্তা পোস্ট করেন বুমোস।‌ গত মরশুমের মাঝে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার পর তাঁর পরিবর্তে জনি কাউকোকে ফিরিয়ে আনেন আন্তনিয় হাবাস। সেখানেই মোহনবাগানের সঙ্গে সম্পর্কের ইতি।