রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৪ নভেম্বর ২০২৩ ১৩ : ২১
উত্তরকাশিতে নির্মীয়মান টানেল ধসে এখনও আটকে ৪০ জন শ্রমিক। এখনও চলছে উদ্ধারকাজ। ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কটি চারধাম রোড প্রোজেক্টের এক অংশ। রবিবার ভোরে সেই উত্তরকাশির নির্মীয়মান টানেলে ধস নামে। যার জেরেই তৈরি হয় বিপত্তি।