আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের লড়াই শেষ হয়েছে। কেন্দ্রে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েছে কংগ্রেস শিবির। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানির মধ্যে তিক্ততা এখনও সরগরম।
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, জয়-পরাজয় জীবনের সঙ্গে যুক্ত। তবে সকলের কাছে অনুরোধ করব যেন স্মৃতি ইরানিকে কেউ যেন বাজে কথা না বলে। শুধু স্মৃতি কেন কোনও নেতাকেই যেন বাজে কথা শুনতে না হয়। মানুষকে অপমান করা দুর্বলতার পরিচয়, শক্তির নয়। ২০১৯ সালে রাহুল গান্ধীকে আমেঠীতে হারানোর পর স্মৃতি সকলেই জায়েন্ট কিলার হিসাবে ডাকতে শুরু করেছিল। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হেরে যান স্মৃতি।
সময় নষ্ট না করে রাহুলের পোস্টের জবাব দেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। তিনি জবাবে লেখেন, কংগ্রেস নেতার কাছ থেকে এই ধরণের পোস্ট কেউ আশা করে না। কংগ্রেস শিয়ালের দল। যে মহিলার কাছে রাহুলের দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল তাকে সরাসরি হারাতে না পেরে এখন অন্য কথা বলছেন রাহুল গান্ধী। এটাই রাহুলের বালক বুদ্ধির পরিচয়।
২৮ নম্বর তুঘলকের বাড়ি চলতি সপ্তাহেই ছেড়ে দিয়েছেন স্মৃতি ইরানি। বিগত ১০ বছরের মোদি সরকারে তিনি এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন। লোকসভা নির্বাচনের আগে স্মৃতি বারে বারে রাহুলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করেননি রাহুল গান্ধী। ভোটে হারার পর স্মৃতি জানিয়েছিলেন তিনি আমেঠীর হয়ে ভবিষ্যতেও কাজ করবেন।
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, জয়-পরাজয় জীবনের সঙ্গে যুক্ত। তবে সকলের কাছে অনুরোধ করব যেন স্মৃতি ইরানিকে কেউ যেন বাজে কথা না বলে। শুধু স্মৃতি কেন কোনও নেতাকেই যেন বাজে কথা শুনতে না হয়। মানুষকে অপমান করা দুর্বলতার পরিচয়, শক্তির নয়। ২০১৯ সালে রাহুল গান্ধীকে আমেঠীতে হারানোর পর স্মৃতি সকলেই জায়েন্ট কিলার হিসাবে ডাকতে শুরু করেছিল। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে হেরে যান স্মৃতি।
সময় নষ্ট না করে রাহুলের পোস্টের জবাব দেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। তিনি জবাবে লেখেন, কংগ্রেস নেতার কাছ থেকে এই ধরণের পোস্ট কেউ আশা করে না। কংগ্রেস শিয়ালের দল। যে মহিলার কাছে রাহুলের দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল তাকে সরাসরি হারাতে না পেরে এখন অন্য কথা বলছেন রাহুল গান্ধী। এটাই রাহুলের বালক বুদ্ধির পরিচয়।
২৮ নম্বর তুঘলকের বাড়ি চলতি সপ্তাহেই ছেড়ে দিয়েছেন স্মৃতি ইরানি। বিগত ১০ বছরের মোদি সরকারে তিনি এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন। লোকসভা নির্বাচনের আগে স্মৃতি বারে বারে রাহুলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করেননি রাহুল গান্ধী। ভোটে হারার পর স্মৃতি জানিয়েছিলেন তিনি আমেঠীর হয়ে ভবিষ্যতেও কাজ করবেন।
