আজকাল ওয়েবডেস্ক : বিহারে বাজ পড়ে বিপত্তি। বিগত ২৪ ঘন্টায় বাজ পড়ে মারা গিয়েছেন ২৫ জন। আহত হয়েছেন আরও ৩৯ জন। এই মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

নীতীশ কুমার ঝড়বৃষ্টির সময় সকলকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। যে ২৫ জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে ৫ জন মধুবনির বাসিন্দা, চারজন ঔরঙ্গাবাদের, তিনজন সুপাউল এবং নালন্দার বাসিন্দা। দুজন করে মারা গিয়েছে লক্ষ্মীসরাই এবং পাটনাতে। একজন করে মারা গিয়েছে বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর এবং পুর্নিয়ায়। বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই মাসে বাজ পড়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।


প্রসঙ্গত, বিহারে বিগত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাজও পড়ে বিভিন্ন জেলায়। আগামী আরও কয়েকদিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে পাটনা সহ বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পাটনাতে বৃহস্পতিবার ৫২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।