নিজস্ব সংবাদদাতা: 'অষ্টমী'র পর ফের একবার কুসংস্কারাচ্ছন্ন নেতিবাচক চরিত্রে অভিনেতা কৌশিক চক্রবর্তী। সান বাংলার 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে 'বিরূপাক্ষ'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্পে 'বিরূপাক্ষ' চণ্ডীপুরের একজন কবিরাজ। যিনি নিজেকে গোটা গ্রামের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাবান মানুষ বলে মনে করেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি গ্রামবাসীদের ক্ষতি করেন। আর তারপর তাঁদের শুশ্রূষা করানোর ফাঁদ পাতে। গ্রামবাসীও তাঁকে ক্ষমতাশালীই মনে করেন এবং তিনি এমনই এক বাতাবরণ তৈরি করে রেখেছেন যে সাধারণ মানুষ তাঁকে 'ঈশ্বর' হিসেবে মানতে বাধ্য হন।

আবারও নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে কৌশিক চক্রবর্তী বলেন, "এই চরিত্রটি পুরোপুরি নেতিবাচক চরিত্র। এখানে ইতিবাচক বলে কিছু নেই। আমার এই ধরণের চরিত্রে অভিনয় করতে বরাবরই খুব ভাল লাগে। দীপান্বিতা এবং গৌরব দু'জনের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। বিরুপাক্ষ চরিত্রটি আশাকরি দর্শকের ভাল লাগবে।"

প্রসঙ্গত, শুরু হওয়ার মাত্র দু'মাসের মধ্যেই হটাৎ বন্ধ হয়ে যায় জি বাংলার 'অষ্টমী'। ধারাবাহিকে ধূসর চরিত্রে দর্শক দেখেছিলেন কৌশিককে। ধারাবাহিক শেষ হওয়ার পরেই অভিনেতা জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি আবারও নতুন চরিত্রে ফিরবেন তিনি। কথা মত আবারও নতুন রূপ দর্শকের সামনে হাজির হতে চলেছেন কৌশিক চক্রবর্তী।