আজকাল ওয়েবডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আপ সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বলেন, দিল্লিতে যে অরাজকতা তৈরি হয়েছে তার জন্য দায়ী আপ সরকার। কীভাবে রাজ্য চালাতে হয় তা জানেন না কেজরির সরকার। যারা দিল্লিতে সরকার চালায় তারা জানেই না প্রয়োজনীয় খুঁটিনাটি। এরফলে গোটা দিল্লির মানুষ ফল ভোগ করছে। যেভাবে দিল্লির প্রতিটি রাস্তা জলের তলায় চলে গিয়েছে তাতে নিজেদের সমালোচনা করার বদলে আপ সরকার অন্যের উপর দোষ দিয়েছে।

দিল্লিতে জমা জল নিয়ে হরিয়ানা সরকারকেই দুষেছে আপ শিবির। হরিয়ানা সরকার বাঁধ দিয়ে দিল্লির জল আটকে রেখেছে বলেই অভিযোগ করেছে আপ। এদিন অশ্বিনী বৈষ্ণব বলেন, আপ শুধু ফাঁকা প্রতিশ্রুতি দেয়। কিন্তু শহরকে পরিষ্কার এবং সবুজ রাখার কাজে তারা ব্যর্থ। সরকার চালানোর অভিজ্ঞতা না থাকায় কেজরি সরকার এই বিপদের মুখে পড়েছে। দিল্লিতে কীভাবে জল নিকাশি করা হবে তা নিয়ে না ভেবে কেজরি সরকার আবগারি দুর্নীতি নিয়েই ব্যস্ত।

অশ্বিনীর আরও দাবি, ইডির চার্জশিট কেজরিওয়ালের আসল মুখ সকলের সামনে এনে দিয়েছে। আবগারি দুর্নীতি মামলায় এই নিয়ে ইডি সপ্তম চার্জশিট জমা দেয়। সেখানে কেজরিওয়ালকে কিংপিন বলেছে ইডি। এদিন আপের পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিয়েছেন অশ্বিনী। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আপ জোট করে সাধারণ মানুষকে লুঠ করছে। মহা গঠবন্ধন প্রসঙ্গে অশ্বিনী জানান, দুর্নীতিগ্রস্ত নেতাদের আসল রূপ দ্রুতই দেখতে পাবে আমজনতা।