আজকাল ওয়েবডেস্ক: গল্পের গরু গাছে ওঠে। তবে এবার ষাঁড় গাছে নয়, উঠে পড়ল পুলিশ ফাঁড়ির ছাদে। আর সেটা গল্পে নয়, একেবারে বাস্তবে। রায়বরেলির সালুন থানার পুলিশ ফাঁড়ির ঘটনা। আচমকা স্থানীয়রা দেখেছেন, রাস্তা ছেড়ে সে ঊঠেছে একেবারে ছাদে। ঠায় দাঁড়িয়ে সেখানেই। কখনও বসল বা কিছুটা, দাঁড়াল আবার।
গোটা ঘটনায় চিন্তায় স্থানীয়রা। আচমকা ছাদের মাথায় ষাঁড়কে দেখে যেমন আতঙ্কিত অনেকেই, অনেকে আবার পথে দাঁড়ালেন কৌতূহল নিয়ে। যদিও ওই ষাঁড় কীভাবে ছাদের মাথায় উঠল, তা পরিস্কার নয় এখনও কারও কাছেই। এই প্রসঙ্গে ফের সামনে আসছে অপর এক ঘটনা।
মাসখানেক আগের ঘটনা। এই রায়বরেলিতেই আচমকা জেলা সদর হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকে পরেছিল এক ষাঁড়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক যেখানে ভর্তি রয়েছেন রোগীরা, সেই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে। এবার ষাঁড় গিয়ে দাঁড়াল একেবারে পুলিশ ফাঁড়ির ছাদে। উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান বলছে, দেশের রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম, যেখানে সবচেয়ে বেশি পশু আহত করে মানুষকে, এবং মৃত্যুর ঘটনা ঘটে।
গোটা ঘটনায় চিন্তায় স্থানীয়রা। আচমকা ছাদের মাথায় ষাঁড়কে দেখে যেমন আতঙ্কিত অনেকেই, অনেকে আবার পথে দাঁড়ালেন কৌতূহল নিয়ে। যদিও ওই ষাঁড় কীভাবে ছাদের মাথায় উঠল, তা পরিস্কার নয় এখনও কারও কাছেই। এই প্রসঙ্গে ফের সামনে আসছে অপর এক ঘটনা।
মাসখানেক আগের ঘটনা। এই রায়বরেলিতেই আচমকা জেলা সদর হাসপাতালে হন্তদন্ত হয়ে ঢুকে পরেছিল এক ষাঁড়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক যেখানে ভর্তি রয়েছেন রোগীরা, সেই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে। এবার ষাঁড় গিয়ে দাঁড়াল একেবারে পুলিশ ফাঁড়ির ছাদে। উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান বলছে, দেশের রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম, যেখানে সবচেয়ে বেশি পশু আহত করে মানুষকে, এবং মৃত্যুর ঘটনা ঘটে।
