আজকাল ওয়েবডেস্ক : এক সপ্তাহের মধ্যে শম্ভু বর্ডার থেকে সমস্ত বাধা সরানোর নির্দেশ দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট। হরিয়ানা সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী কৃষকরা যাতে দিল্লি পৌঁছাতে না পারে সেজন্য ফেব্রুয়ারী মাস থেকে এই ব্যবস্থা করা হয়েছিল। 


সংযুক্ত কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চা এমএসপি নিয়ে তাঁদের দাবিতে দিল্লি চল অভিযান করেছিল। দ্রুত এই সীমান্ত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। 


হরিয়ানা সীমানা দিয়ে বহু কৃষক তাঁদের দাবি নিয়ে হাজির হয়েছিলেন। এমএসপি নিয়ে সরকার তাঁদের দাবি মানছে না বলে জানিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের এই আন্দোলনের জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ। 


নিজেদের দাবি নিয়ে তাঁরা বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে শম্ভু বর্ডার তাঁরা পার করতে পারেনি। 


তবে আদালত এদিন জানিয়ে দিয়েছে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা তৈরী হয় তাহলে সরকার ফের নিজের সিদ্ধান্ত নিজে নেবে।