রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidaabad: বিরোধী দলনেতার ঘর দখল ঘিরে ধুন্ধুমার রানিনগরে

Pallabi Ghosh | ০৯ জুলাই ২০২৪ ২১ : ৩৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে? এই নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পঞ্চায়েত সমিতির অফিসে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে, তা এখনও স্থির হয়নি এই অভিযোগ তুলে মঙ্গলবার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসানের ঘরে তালা লাগিয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। পঞ্চায়েত সমিতির অফিসে এসে তৃণমূল সদস্যদের নজরে ঘটনাটি পড়তেই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। পঞ্চায়েত সমিতির সামনে অবস্থান -ধর্নাতে বসে পড়েন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানিনগর-২ ব্লকের বিডিও-র হস্তক্ষেপে বিকেলে নিজের ঘর ফিরে পেয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান।
গত পঞ্চায়েত নির্বাচনের ২৭ আসন বিশিষ্ট রানিনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস জয়ী হয় ন'টি আসন থেকে এবং বাম প্রার্থীরা জেতেন পাঁচটি আসন থেকে। এরপর বাম-কংগ্রেস জোটের তরফ থেকে কংগ্রেসের কুদ্দুস আলি ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন। তবে পঞ্চায়েত সমিতির ন'টি স্থায়ী সমিতি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে।
রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, 'গত এক বছর আগে দলের তরফ থেকে আমাকে এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা করা হয়েছে এবং সেই চিঠি পঞ্চায়েত সমিতিতে জমাও করা হয়েছে। তারপর থেকে গত এক বছর ধরে আমি নিয়মিত বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েত সমিতির, স্থায়ী সমিতির সমস্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পেয়েছি এবং যোগদানও করেছি।'
তিনি বলেন, 'আজ সকালে এসে দেখি আমার ঘরের দরজাতে তালা লাগানো রয়েছে এবং আমার ঘরের সামনে লাগানো নেমপ্লেট ভেঙে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমার ঘরে রাখা বেশ কিছু দরকারি কাগজপত্র চুরি করা হয়েছে। গোটা ঘটনাটি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্দেশে।'
অন্যদিকে রানিনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুশ আলি দাবি করেন, 'রানীনগর-২ পঞ্চায়েত সমিতিতে ১৩ টি আসন থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ন'টিতে কংগ্রেস এবং পাঁচটি আসনে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। একটি পঞ্চায়েত সমিতিতে সর্বাধিক আসন পেয়ে কীভাবে তাঁরা বিরোধী দল নেতার পদ দাবি করছেন সেই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলা শাসককে ই-মেলের মাধ্যমে চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা তৈরি করার মূল কারিগর এসডিও এবং বিডিও। ওই ব্যক্তিকে প্রশাসনিক আধিকারিকরা বিরোধী দলনেতার তকমা দিয়ে কোনও চিঠি রয়েছে বলে আমার জানা নেই।'
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আপাতত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকেই তাঁর নিজের পুরনো ঘরটি ফিরিয়ে দেওয়া হয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মর্মান্তিক পরিণতি প্রৌঢ়ের ...

আদিবাসীদের শিকার পরবে পাল্টা হামলা বন্য শুকরের, হাসপাতালে ভর্তি তিন ...

আরও সহজ হচ্ছে ভারত-বাংলাদেশের বাণিজ্য, পেট্রাপোলে নতুন প্রবেশদ্বার, উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ...

‘ডানা'য় ভাঙা ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের...

রাস্তা থেকেই অপহৃত ব্যবসায়ী, উদ্ধারের পর কারণ জেনে অবাক পুলিশ ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, প্রশাসন পাশে আছে, খুশি বাসিন্দারা...

টানা বৃষ্টিতে থিম গলে জল, একদিন পুজো বাড়ানোর আবেদন পাণ্ডুয়ায়...

গড়বেতা থেকে হাইজ্যাক! লরি উদ্ধার হল মগড়ায়

গিয়েছে মোমো চুরি, করা হল সিসিটিভি ফুটেজ দেখে বাইকের ডিটেলস চেক ...

গভীর রাতে দুয়ারে মহকুমাশাসক, ‘ডানা’ মোকাবিলায় জেগে প্রশাসন...

যে কোনও সময়ে আছড়ে পড়বে ডানা, বৃহস্পতি সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে অন্য চিত্র...

দু'দিন থাকছে জ্বর, তারপর শুরু হচ্ছে হাতে-পায়ে ব্যথা, অজানা জ্বরের প্রকোপে বাড়ছে আতঙ্ক ...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, চুঁচুড়ায় প্রস্তুত রাখা হল হ্যাম রেডিও...

ছাব্বিশে তৃণমূলের হাত ধরতেই কি বামেদের সঙ্গত্যাগ কংগ্রেসের?...

আরও এগিয়ে এল 'ডানা', বাড়ছে গতি, হাওয়া অফিস জানিয়ে দিল ঘূর্ণিঝড়ের গতিবেগ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24