তীর্থঙ্কর দাস: সম্প্রতি শহরের একাধিক শপিং মল থেকে শুরু করে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত শপিংমল সাউথ সিটি মলে হয়ে গেল ‘ফায়ার মক ড্রিল’ বা অগ্নি নির্বাপণের মহড়া। মঙ্গলবার সরকারি আধিকারিকদের উপস্থিতিতে হয় এই মহড়া। সাউথ সিটি মলের ম্যানেজার দীপ বিশ্বাস আজকাল ডট ইনকে জানিয়েছেন, ‘প্রায়শই অগ্নি নির্বাপণের মহড়া করে থাকি আমরা। বিপদ থেকে ঝুঁকি ও ক্ষতি কমাতে এই মহড়া। অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অনেক শিক্ষা পেয়েছি।’ এদিন মলের আগুন নিয়ন্ত্রণের ‘কৌশল’ শেখানোর পাশাপাশি অগ্নিকাণ্ডের পর কত তাড়াতাড়ি মলের ভেতর থেকে মানুষদের বের করে আনা যায়, তাও শেখানো হয়।
