আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। হঠাৎই মাঝরাস্তায় নাবালিকার পথ আটকে দাঁড়ায় এক যুবক। অভিযোগ, ওই ছাত্রীকে বাইকে ওঠার জন্য জোরাজুরি করতে সে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যুবককে বেধড়ক মার খেতে হল স্থানীয় বাসিন্দাদের হাতে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎই রাস্তায় ওই ছাত্রীর অপরিচিত এক যুবক বাইকে করে এসে তার পথ আটকে দাঁড়ায়। বাইকে করে ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেবেন বলে জোরাজুরি করতে থাকেন।
নিজেকে ছাত্রীর বাবার পরিচিত বলেও জানান তিনি। বেশ খানিকক্ষণ ধরে কথা কাটাকাটি চলতে থাকায় ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তবে এরই মধ্যে ওই ছাত্রী বাইকে উঠতে রাজিও হয়ে যান বলে জানা গিয়েছে। এর মধ্যেই যুবককে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ওই ছাত্রীকে বাইকে ওঠানোর কারণ জিজ্ঞেস করা হয় যুবককে। অভিযোগ, যুবকের বক্তব্যে অসঙ্গতি ছিল। এরপরেই যুবককে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় নাবালিকার পরিবারেও। ওই ছাত্রীরা মা-বাবা ঘটনাস্থলে আসেন। পরে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। ক্যানিং থানার তরফে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। বৌবাজার, সল্টলেক সহ একাধিক জায়গায় গণপিটুনিতে মৃত্যু ঘটেছে। এবার এই ঘটনার ছায়া পড়ল ক্যানিংয়েও।
নিজেকে ছাত্রীর বাবার পরিচিত বলেও জানান তিনি। বেশ খানিকক্ষণ ধরে কথা কাটাকাটি চলতে থাকায় ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তবে এরই মধ্যে ওই ছাত্রী বাইকে উঠতে রাজিও হয়ে যান বলে জানা গিয়েছে। এর মধ্যেই যুবককে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ওই ছাত্রীকে বাইকে ওঠানোর কারণ জিজ্ঞেস করা হয় যুবককে। অভিযোগ, যুবকের বক্তব্যে অসঙ্গতি ছিল। এরপরেই যুবককে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় নাবালিকার পরিবারেও। ওই ছাত্রীরা মা-বাবা ঘটনাস্থলে আসেন। পরে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। ক্যানিং থানার তরফে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। বৌবাজার, সল্টলেক সহ একাধিক জায়গায় গণপিটুনিতে মৃত্যু ঘটেছে। এবার এই ঘটনার ছায়া পড়ল ক্যানিংয়েও।
