আজকাল ওয়েবডেস্ক: বিজেপি বারবার বলেছিল, ২২ জানুয়ারি সেই বিশেষ দিন, যেদিন ঘরে ফিরেছেন রাম লালা। এবার বিশেষ দিন পালিত হবে স্কুলেও। সূত্রের খবর, তেমনটাই জানানো হয়েছে রাজস্থান সরকারের পক্ষ থেকে।

ঘটনা কী? জানা গিয়েছে ২২ জানুয়ারি, অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে ‘রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস’ বলে পালন করা হবে রাজস্থানের স্কুলগুলিতে। ইতিমধ্যে সে রাজ্যের স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ক্যালেন্ডারে ২২ জানুয়ারি অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু এর কারণ? জানা যাচ্ছে, বার্ষিক অনুষ্ঠানে যেসব দিনের উল্লেখ রয়েছে, লক্ষ্য পড়ুয়াদের মধ্যে সেসব বিশেষ দিন প্রসঙ্গে আরও তথ্য ছড়িয়ে দেওয়া। ওই দিনের তাৎপর্য সম্পর্কে অবগত করা। অর্থাৎ রামমন্দির প্রতিষ্ঠার তাৎপর্য সম্পর্কে অবগত করা হবে স্কুলের পড়ুয়াদের। ঠিক কীভাবে এই বিশেষ দিন পালিত হবে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে জানা গিয়েছে, ১৯ আগস্টের পরিবর্তে চলতি বছর ১৭ আগস্ট স্কুলগুলিতে রাখীবন্ধন উৎসব পালিত হবে বলেও উল্লেখ রয়েছে ক্যালেন্ডারে। সে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার ওই ক্যালেন্ডার প্রকাশ করেছেন বলেই খবর সূত্রের।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি, অযোধ্যায় ধুমধামে রাম মন্দিরের উদ্বোধন হয়। বহু বিশিষ্টজন সমাগমে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। দেশ জুড়ে এর রেশ ছড়িয়ে পড়েছিল। রাজনৈতিক মহলের মত ছিল, ২৪-এর লোকসভা ভোটে গেরুয়া শিবিরের কাছে বড় ফ্যাক্টর হবে রাম মন্দির। যদিও ফলাফলে দেখা গিয়েছে একেবারে উল্টো। খাস অযোধ্যাসহ উত্তরপ্রদেশ জুড়েই একেবারে মুখ থুবড়ে পড়ে বিজেপি। তবে এবার সূত্রের খবর, বিজেপি শাসিত রাজস্থানের স্কুলে বার্ষিক অনুষ্ঠান হিসেবে পালিত হবে ২২ জানুয়ারি, রামলালা দিবস হিসেবে।