নিজস্ব সংবাদদাতা: এখন প্রায় গোটা টলিউড ইন্ডাস্ট্রি পাড়ি দিয়েছে আমেরিকায়। বিদেশের মাটিতে সম্মানিত এদেশের নানা সৃষ্টি। প্রতি বছরই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-র ডাকে এক জমজমাট আয়োজন হয়। এবারেও সেই আয়োজনে সামিল হয়েছেন টলিপাড়ার তারকারা। গায়িকা-নায়িকা থেকে লেখক, পরিচালক, বাদ যাননি ওপার বাংলার নায়ক, নায়িকারাও। এনএবিসি-র সম্মেলনে যোগ দিয়েছেন ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজর্ষি নাগ সহ কৌশিক সেন ও রেশমি সেনও।
আমেরিকায় বাংলার সাফল্য আর বন্ধুত্ব উদযাপন করলেন ঋদ্ধি। প্রিয় বন্ধু রাজর্ষি ও প্রেমিকা সুরঙ্গনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করলেন একটি বিশেষ পোস্ট। সেখানে বন্ধুত্বের সংজ্ঞার সঙ্গে ঋদ্ধি ভাগ করে নিলেন সুরঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তও। আমেরিকার ব্যস্ত জন জীবনের সাক্ষী রেখে প্রেমিকার ঠোঁটে চুম্বন এঁকে দিলেন ঋদ্ধি। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজর্ষি।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত ভাগ করতেই অনুরাগীদের মিষ্টি প্রতিক্রিয়ায় ভাসলেন তাঁরা। এর আগে বাবা,মা ও রাজর্ষি, সুরঙ্গনাকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ছবি ভাগ করেছিলেন ঋদ্ধি। সেই সময় জানিয়েছেন তাঁদের 'স্বপ্নসন্ধানী' নাট্যদলে 'হ্যামলেট'-এর চরিত্রে অভিনয় করে আইবিইএ-এর তরফে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা।
আমেরিকায় বাংলার সাফল্য আর বন্ধুত্ব উদযাপন করলেন ঋদ্ধি। প্রিয় বন্ধু রাজর্ষি ও প্রেমিকা সুরঙ্গনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করলেন একটি বিশেষ পোস্ট। সেখানে বন্ধুত্বের সংজ্ঞার সঙ্গে ঋদ্ধি ভাগ করে নিলেন সুরঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তও। আমেরিকার ব্যস্ত জন জীবনের সাক্ষী রেখে প্রেমিকার ঠোঁটে চুম্বন এঁকে দিলেন ঋদ্ধি। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজর্ষি।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত ভাগ করতেই অনুরাগীদের মিষ্টি প্রতিক্রিয়ায় ভাসলেন তাঁরা। এর আগে বাবা,মা ও রাজর্ষি, সুরঙ্গনাকে পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ছবি ভাগ করেছিলেন ঋদ্ধি। সেই সময় জানিয়েছেন তাঁদের 'স্বপ্নসন্ধানী' নাট্যদলে 'হ্যামলেট'-এর চরিত্রে অভিনয় করে আইবিইএ-এর তরফে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন নেটিজেনরা।
