আজকাল ওয়েবডেস্ক: পর্তুগাল ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে কেঁদেছিল গ্যালারি। যত না দেশের ব্যর্থতার জন্য, তার থেকে অনেক বেশি প্রিয় তারকার বিদায়ে।‌ ধরেই নেওয়া হয়েছিল, দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন আধুনিক ফুটবলের মহাতারকা। কিন্তু ভক্তদের নতুন করে আশা দিলেন সিআরসেভেন। কোয়ার্টার ফাইনালের পর জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ ইউরো। কিন্তু এটাই যে দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ, সেটা একবারও বলেনি। দেশের জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। ফুটবল জীবনে এই প্রথম বড় কোনও টুর্নামেন্টে গোল পাননি রোনাল্ডো। মূলত সেই কারণেই ধরে নেওয়া হয়েছিল, হয়তো আর পর্তুগালের জার্সিতে তাঁকে দেখা যাবে না। ইউরো হারের পর সোশ্যাল মিডিয়ায় এই প্রথম মুখ খুললেন তারকা ফুটবলার। রোনাল্ডো বলেন, 'আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের প্রাপ্য ছিল। আমাদের জন্য। পর্তুগালের জন্য। আমরা এখনও পর্যন্ত যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব।' ইউরো কাপের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানান, রোনাল্ডো শেষ ম্যাচ খেলে ফেলেছে বলা যাবে না। এদিন খোদ পর্তুগালের অধিনায়ক ভক্তদের আশ্বস্ত করলেন। পর্তুগালের জার্সিতে ২১২ ম্যাচ খেলে ১৩০ গোল করেন। ২০০৩ সালে দেশের জার্সিতে অভিষেক হয় রোনাল্ডোর। ২০১৬ ইউরো জেতেন। পরের বিশ্বকাপে ৪১ বছরে পা দেবেন পর্তুগিজ তারকা। ২০২৬ বিশ্বকাপেও কি তাঁকে দেখা যাবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।