আজকাল ওয়েবডেস্ক:‌ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রশাসনিক কর্তারা এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনে চালানো এই হামলায় অন্তত ৯ জন মারা যান। শহরের মেয়র জানান, উদ্ধারকাজ চলাকালীন একটি একটি শিশু হাসপাতালেও মিসাইল হামলা হয়েছে। 
কিরিভি রিহ শহরের সামরিক প্রধান জানান, ওই এলাকায় রাশিয়ার হামলায় অন্তত ১০ জন মারা গেছেন। এছাড়াও পেক্রোভস্কে তিন জন মৃত, ডিনিপ্রো শহরে এক জন মারা গেছেন। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন পোল্যান্ডে রয়েছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে এক দিনে ৪০ টির বেশি মিসাইল হামলা চালানো হয়েছে। জেলেনস্কি বলেছেন, কিয়েভ, দিনিপ্রো, কিরিভি রিহসহ বিভিন্ন শহরে ৪০টির বেশি মিসাইল হামলায় বাড়ি, রাস্তাঘাট সহ শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।