আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতা থেকে ভাঙড়, ধূপগুড়ি, চোপড়া। গত কয়েকদিনে রাজ্যের নানা জায়গায় গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। তা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে সমাজের একটা বড় অংশ। সতর্ক করেছে প্রশাসন। আর এসবের মাঝেই সোমবার ফের গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল বসিরহাটের মাটিয়ার মমিনপুর উত্তর এলাকা। অভিযোগ, ছেলেধরা সন্দেহে উত্তেজিত জনতা মারধর করে এক যুবককে। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি শাসন থানা এলাকায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

ঠিক কী ঘটেছিল? স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি এলাকায় ঘুরছিল শিশুদের আশেপাশে। কাঁধে ছিল বস্তা। দুই শিশুকে নিয়ে চলে যাচ্ছিল বলেও অভিযোগ। আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা চিৎকার করলে লোকজনের জমায়েত হয়। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তিকে বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও, সঠিক কোনও উত্তর দিতে পারেনি। সন্দেহ বাড়ে সেখানেই। যুবককে খুঁটিতে বেঁধে মারধর করা হয়। অভিযোগ পুলিশের দিকেও। স্থানীয়রা জানাচ্ছেন প্রশাসনের কাছে অভিযোগ জানালে, প্রশাসন ওই ব্যক্তিকে নির্দোষ বলে। প্রশাসনের সঠিক পদক্ষেপের আশা তাঁদের।