আজকাল ওয়েবডেস্ক: আর্থিক অনটনে জেরবার। মাত্র ১৫ দিনের কন্যাসন্তানকে জ্যান্ত কবর দিল বাবা। অভিযুক্ত তায়েব মেয়েকে কবর দেওয়ার ঘটনাটি নিজেই স্বীকার করেছে পুলিশের কাছে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধে। আর্থিক সঙ্কটের জেরেই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ঘাতক বাবা। পুলিশের কাছে তায়েব জানিয়েছে, অভাবের জেরে সদ্যোজাত কন্যাসন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পারছিল না সে। জুটছিল না খাবারও। সেই অপারগতা থেকেই মেয়েকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েকে বড় ব্যাগে ভরে চুপিসারেই কবর দেয়।
পুলিশ জানিয়েছে, তায়েবকে গ্রেপ্তার করে জেরা চলছে। আদালতের অনুমতি পেলে কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।