নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে বিয়ের বছর পার করলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার ও অভিনেত্রী শ্রুতি দাস। প্রথম বিবাহ বার্ষিকী কেমনভাবে কাটাবেন জুটিতে? আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করলেন এই বিশেষ দিনের আগাম পরিকল্পনা।

শ্রুতি জানান, রাত পোহালেই প্রথম বিবাহ বার্ষিকী। ভাবলেই খুব ভাল লাগছে। কয়েকদিন আগে থেকেই দিন গোনা শুরু হয়েছে।
অভিনেত্রীর কথায়, "এই দিনটার থেকেও বেশি স্পেশ্যাল ও আমার কাছে। আর আমি ওর কাছে। পরিবারের সবাই আর বন্ধুদের সঙ্গে এই দিনটা কাটানোর ইচ্ছে আছে। ঘরোয়া অনুষ্ঠানই করব।"

"বিশেষ উপহার হিসেবে এই দিনে, নিজের হাতে রান্না করব ভেবেছি। যদিও আমরা একে অন্যকে রান্না করে মাঝেমধ্যেই খাওয়াই। এছাড়াও নিজের হাতে একটা বিশেষ উপহার বানাব। বাকিটা সারপ্রাইজ।" বললেন শ্রুতি।
শ্রুতি আরও বলেন, "এই এক বছরে আমরা দু'জন জীবনের অনেক ওঠাপড়া দেখেছি। রোজ ঝগড়া, মান অভিমান হলেও দিনশেষে একে অপরের প্রতি ভালবাসাটাই আমাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত করেছে। স্বর্ণেন্দু সমাদ্দারের যোগ্য স্ত্রী হয়ে উঠতে পেরেছি কি না জানিনা। তবে যোগ্য সহধর্মিণী হওয়ার চেষ্টা করছি‌। সারাজীবন একে অন্যকে নিয়ে এভাবেই ভালবাসায় থাকতে চাই। প্রথম বিবাহ বার্ষিকীতে এটাই একমাত্র চাওয়া আমার‌।"