শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ০২ জুলাই ২০২৪ ০৩ : ৪১Sampurna Chakraborty
পর্তুগাল - ৩ (০)
স্লোভেনিয়া - ০ (০)
আজকাল ওয়েবডেস্ক: ১২০ মিনিটে হিরো, টাইব্রেকারে ভিলেন। গোটা ম্যাচে গোলের নীচে দুর্দান্ত পারফরম্যান্সের পর টাইব্রেকারে পরপর তিন গোল হজম জ্যান ওবলাকের। অন্যদিকে নির্ধারিত সময় দুটো ওয়ান টু ওয়ান ছাড়া বিশেষ পরীক্ষার সামনে পড়তে হয়নি পর্তুগিজ গোলকিপারকে। টাইব্রেকারে সেভের হ্যাটট্রিকে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুললেন দিয়েগো কোস্তা। এটাই ফুটবল। নিমেষের মধ্যে বদলে গেল সবকিছু। পরপর তিনটে শট বাঁচালেন কোস্তা। আন্তর্জাতিক আঙিনায় এমন উদাহরণ আছে কিনা জানা নেই। সোমবার রাতে স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল। গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা। কোস্তার গ্লাভসে প্রায়শ্চিত্ত রোনাল্ডোর। নব্বই মিনিটে ড্র। পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচ গোলশূন্য। ধারে-ভারে বিপক্ষের থেকে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও ম্যাচের নির্ধারিত সময় গোলমুখ খুলতে ব্যর্থ পর্তুগাল। গোটা ম্যাচে দাপট দেখিয়েও ফিনিশিংয়ের অভাব। তারমধ্যে হাফ ডজনেরও বেশি গোল একাই মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও রয়েছে পেনাল্টি মিস। বয়সের ভারে ক্ষিপ্রতা কমেছ। এমন সব গোল মিস করলেন, যা আগে হলে বলে বলে গোল করতেন। ১২০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম জ্যান ওবলাক দ্বৈরথে জয়ী স্লোভেনিয়ার গোলকিপার। অতিরিক্ত সময়ের বিরতিতেও গোলশূন্য। কোনও দলই গোলের খাতা খুলতে পারেনি। ১০৩ মিনিটে বক্সের মধ্যে জোটাকে ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল। রোনাল্ডোর গোলের খরা কাটানোর অপেক্ষায় ছিল সবাই। কিন্তু হতাশ করলেন সিআরসেভেন। রোনাল্ডোর শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান জ্যান ওবলাক। কেরিয়ারের সেরা ম্যাচ খেললেন স্লোভেনিয়ার গোলকিপার। পেনাল্টি মিস করা মাত্র ভেঙে পড়েন রোনাল্ডো। দু'হাত দিয়ে মুখ চেপে কেঁদে ফেলেন। তাঁর সঙ্গে কাঁদল স্টেডিয়ামে উপস্থিত পর্তুগাল সমর্থক, রোনাল্ডো ভক্তরা। বিরতিতে তাঁকে সামলাতে হয় সতীর্থদের। রোনাল্ডোকে পছন্দ করুন বা নাই করুন, আধুনিক ফুটবলের মহাতারকার এইভাবে বিদায় কেউ চায়নি। তাই হয়তো টাইব্রেকারে অধিনায়কের জন্যই চমকপ্রদ পারফরম্যান্স দিয়েগো কোস্তার। ১২০ মিনিটের শেষেও গোলশূন্য। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি মিস সত্ত্বেও, প্রথম শট নিতে আসেন রোনাল্ডো। এবার আর মিস নয়। গোল করলেন। বাকিটা ইতিহাস। নাটকীয় ম্যাচের শেষে 'পোয়েটিক জাস্টিস।'
ম্যাচের শুরু থেকেই গতিময় ফুটবল। বিপক্ষের বক্সে আছড়ে পড়ে পর্তুগাল ঝড়। প্রথম মিনিট থেকেই গোলের জন্য অলআউট ঝাঁপায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু একাধিক সুযোগ সত্ত্বেও গোলমুখ খুলতে পারেনি। ইউরোয় সিআরসেভেন একমাত্র প্লেয়ার যে গোল লক্ষ্য করে ২০টি বা তারও বেশি শট মেরেও গোল পায়নি। এদিনও গোলের বুট জোড়া খুলেই নেমেছিলেন পর্তুগিজ তারকা। প্রথমার্ধে দু'তিনটে গোলের সুযোগ মিস করেন। মাঠেই একাধিকবার হতাশা ব্যক্ত করেন রোনাল্ডো। চোখে-মুখে গোলের মরিয়া চেষ্টা স্পষ্ট ছিল। ফ্রিকিক নেওয়ায় আগে চিৎকার করতে দেখা যায় পর্তুগালের অধিনায়ককে। কিন্তু শেষপর্যন্ত প্রথমার্ধে গোল পাননি। ম্যাচের ৪ মিনিটে প্রথম সুযোগ পর্তুগালের। লিও গোলে ঠেলার আগেই বিপদমুক্ত করে স্লোভেনিয়ার কিপার। তার এক মিনিটের মধ্যে বাইরে মারেন রুবেন ডিয়াস। ম্যাচের ৮ মিনিটে প্রথম সুযোগ রোনাল্ডোর। কিন্তু বক্সের মধ্যে পড়ে যান। পেনাল্টির দাবি জানালেও রেফারি কর্ণপাত করেনি। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল করেছিলেন রোনাল্ডো। সেটাই দেশের জার্সিতে তাঁর শেষ গোল। প্রথমার্ধে পর্তুগালের সেরা সুযোগ ১৩ মিনিটে। বার্নার্ডো সিলভার ক্রসে হেড করতে পারেনি রোনাল্ডো। পা ছোঁয়াতে ব্যর্থ ব্রুনো ফার্নান্দেজও। যেসব সুযোগ পেয়েছিল পর্তুগাল, বিরতির আগেই অন্তত জোড়া গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাব। আগাগোড়া দাপট দেখিয়েও গোলমুখ খুলতে ব্যর্থ। ম্যাচের ৩১ মিনিটে রোনাল্ডোর হেড সরাসরি তালুবন্দি করে কিপার। তার ৩ মিনিট পরে রোনাল্ডোর ফ্রিকিক বক্সের ওপর দিয়ে ভেসে যায়। প্রথমার্ধের শেষলগ্নে রাফায়েল লিওর পাস থেকে পলহিনহার শট পোস্টে লাগে। প্রথমার্ধে স্লোভেনিয়ার একমাত্র সুযোগ ৩৯ মিনিটে। বক্সের মধ্যে স্পোরারকে লক্ষ্য করে বল বাড়ান স্টোজানোভিচ। কিন্তু স্লোভেনিয়ার স্ট্রাইকার বল পাওয়ার আগেই ক্লিয়ার করেন নুনো মেন্ডেস। বিরতির পরও দাপুটে শুরু পর্তুগালের। বাঁ দিক সচল রাখেন রাফায়েল লিও। আগের রোনাল্ডো হলে স্কোরশিটে নাম উঠে যেত। কিন্তু বয়সের ভারে সেই ক্ষিপ্রতা কমেছে। ম্যাচের মধ্যে প্রায়শই মেজাজ হারাতে দেখা যায় রোনাল্ডোকে। ম্যাচের ৫৫ মিনিটে পর্তুগালের অধিনায়কের ফ্রিকিক ব্লক করেন স্লোভেনিয়ার কিপার ওবলাক। ২০২০ ইউরোয় পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। কিন্তু এবার গোলের খাতাই খুলতে পারেননি রোনাল্ডো। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। নয়তো অনেক আগেই ম্যাচের ভাগ্য গড়ে যেত। আগের ম্যাচে সুপারসাব হিসেবে নেমেই গোল করেন কনসেসাও। কিন্তু এদিন পার্থক্য গড়ে দিতে পারেননি। প্রশংসা করতেই হবে স্লোভেনিয়ার রক্ষিণের। বিশেষ করে গোলকিপার জ্যান ওবলাকের। দ্বিতীয়ার্ধে তাঁদের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। পর্তুগালের কিপার কোস্তাকে সামনে একা পেয়েও বাইরে মারেন সেস্কো। সুযোগ ছিল রোনাল্ডোর সামনেও। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বল পেয়েও বিপক্ষের গোলকিপারের গায়ে মারেন। জেতার সুযোগ ছিল স্লোভেনিয়ার সামনেও। কিন্তু নিশ্চিত গোল মিস সেস্কোর। অতিরিক্ত সময়ের শেষলগ্নে দিয়েগো কোস্তাকে সামনে এক পেয়েও তাঁর গায়ে মারেন। সিটার মিস। চলতি ইউরোয় এই প্রথম কোনও ম্যাচ টাইব্রেকারে গড়াল।
নানান খবর
নানান খবর

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই