আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে লোকসভার প্রথম অধিবেশন শুরু হল সংসদে। আর অধিবেশন শুরুর আগে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করলেন সংসদরা। এদিন অধিবেশন বসতেই লোকসভারপ স্পিকার ওম বিড়লা সাংসদদের ভারতের বিশ্বকাপ জয়ের কথা জানান। রোহিতদের সাফল্যের জন্য অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। উপস্থিত সংসদেরাও টেবিল চাপড়ে অভিনন্দন জানান ভারতীয় দলকে। এরপর শুরু হয় অধিবেশন।

উল্লেখ্য, শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ‘বেরিল’ আছড়ে পড়ার কারণে বিমান পুরোপুরি বন্ধ। ফলে এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেননি রোহিত, বিরাটরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের বার্বাডোজেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ক্রিকেটারদের চাটার্ড বিমানে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিসিসিআই।