রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidaabad: নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেওয়া সেতু দিয়ে ওভারলোডেড লরি চলাচল, বিক্ষোভ গ্রামবাসীদের

Pallabi Ghosh | ২৯ জুন ২০২৪ ২০ : ০৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ছাই বোঝাই ওভারলোডেড ডাম্পার এবং লরির চাপে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া-১ অঞ্চলে গুমানি নদীর উপর অবস্থিত বেওয়া ব্রিজ। ইতিমধ্যেই ফরাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ ব্রিজে ওঠার মুখে সাইনবোর্ড লাগিয়ে জানিয়ে দিয়েছে- সেতুটি ভারী যান চলাচলের জন্য নিরাপদ নয়।
অথচ সমস্ত নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রোজ এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে কয়েক'শ ছাই বোঝাই ওভারলোডেড লরি।
এর ফলে যে কোনও দিন ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে ব্রিজের রেলিং ভেঙে গেছে। ব্রিজের রাস্তার অবস্থাও খুব খারাপ। ব্রিজটি ভেঙে গেলে মুর্শিদাবাদ জেলা দিয়ে বাংলার সাথে ঝাড়খণ্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
শনিবার এরই প্রতিবাদ জানিয়ে ফরাক্কার দুঃখা মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বেওয়া, ধর্মডাঙ্গা, ঘোড়াইপাড়ার বেশকিছু বাসিন্দা। তাঁদের দাবি- দ্রুত ওই এলাকা দিয়ে ওভারলোডেড গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামত করতে হবে।
যদিও রাস্তাটি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আওতাধীন হওয়ায় কোনও মন্তব্য করতে রাজি হননি প্রশাসনের আধিকারিকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে- বহু পুরনো ওই ব্রিজটি ব্যবহার করে বেওয়া, ধর্মডাঙ্গা ঘোড়াইপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা নিজেদের কর্মস্থলে যাতায়াত করেন। ব্রিজের দুই প্রান্তে অবস্থিত চাষের জমিতে যাওয়ার জন্য স্থানীয় কৃষকদের মূল ভরসা ওই সেতুটি। এর পাশাপাশি প্রায় প্রতিদিনই ঝাড়খন্ড থেকে বহু অসুস্থ মানুষ চিকিৎসার জন্য ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে পৌঁছতে ব্রিজটি ব্যবহার করেন। তাঁদেরকে মালদা বা জঙ্গিপুর যেতে হলেও মূলত এই ব্রিজটি ব্যবহার করতে হয়।
এলাকার বেশ কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন- ফরাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে নিশিন্দ্রা 'অ্যাশ পন্ড' থেকে ছাই তোলা বন্ধ রেখেছে। তার পরিবর্তে এখন মালঞ্চের 'অ্যাশ পন্ড' থেকে ছাই তুলছে।
সেই ছাই ভর্তি ডাম্পার এবং লরি বেওয়া ব্রিজ ব্যবহার করে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ- মূলত ছাই ভর্তি ওভারলোডেড লরি যাওয়ার ফলে ফারাক্কার এনটিপিসি নেতাজী সেতু থেকে বাংলার শেষ সীমা বেওয়া ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তাঁরা জানিয়েছেন- রাস্তায় যেভাবে বড় বড় গর্ত তৈরি হয়েছে তাতে যেকোনও সময় ডাম্পার বা লরি উল্টে বড় দুর্ঘটনা ঘটতে পারে। মৃত্যু হতে পারে পথচারী থেকে শুরু করে বাইক চালকের।
আজকের বিক্ষোভে উপস্থিত ওই এলাকার প্রাক্তন শিক্ষক মীর তারিকুল ইসলাম বলেন, 'এই ব্রিজ ভেঙে গেলে বাংলার সাথে ঝাড়খণ্ডের যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হবে তেমনি অসুবিধার মধ্যে পড়বেন বহু সাধারণ মানুষ।এই রাস্তা এবং ব্রিজের উপর দিয়ে ওভারলোডেড ছাই ভর্তি গাড়ি চলছে। গাড়িগুলোতে কোনও ঢাকা দেওয়া থাকে না। তার ফলে সেই ছাই উড়ে স্থানীয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।'
বিক্ষোভকারীরা দাবি করেন-ভাঙা রাস্তার পরিবর্তে সেখান দিয়েই নতুন করে এনএইচ ৮০ নির্মাণ করার কাজ শুরু করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে ওই রাস্তা দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করতে হবে। না হলে বিক্ষোভকারীরা আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইলিয়াস শেখ বলেন, 'ওই রাস্তা দিয়ে ছাই ভর্তি ওভারলোডেড গাড়ি চলে বলে আমার জানা নেই। তবে ওই রাস্তাটি ফরাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষের অধীনে। তারা দীর্ঘ প্রায় ২৫ বছর রাস্তাটি সংস্কার করেনি। এমনকি রাজ্য সরকারকে ওই রাস্তা সংস্কারের জন্য অনুমতি দেননি।'
বিজেপির ফরাক্কা বিধানসভা এলাকার সহ-আহ্বায়ক আয়ন ঘোষ বলেন, 'প্রায় ১০০ মিটার লম্বা বেওয়া ব্রিজটির অবস্থা খুব খারাপ। ফরাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ নোটিশ বোর্ড লাগিয়ে দিলেও ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ হয়নি। রাজ্য প্রশাসনও ওভারলোডিং বন্ধ করার জন্য কোনও ব্যবস্থা নেয়নি।'




নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া