আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমের পরে এক পশলা বৃষ্টি মন ভাল করে নিঃসন্দেহে। জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির জল গায়ে মাখতে কার না ভাল লাগে। তবে একটানা বৃষ্টি হলেই সমস্যা। প্রথমত জামা কাপড় শোকানো, দ্বিতীয়ত, স্যাঁতস্যাঁতে পরিবেশ। অফিসে যাওয়ার সময়ে বা গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে বেরোলে ভিজে গেলেই সর্দি-কাশি হওয়ার আশঙ্কা। সবকিছু মিলিয়ে একটু হলেও মন খারাপের কারণ হয়ে ওঠে বর্ষাকাল। মন ভাল রাখতে কী করবেন এই সময়?
বৃষ্টির সময়ে মন ভাল রাখতে ছাদ বাগানে রাখুন কিছু ফুলের গাছ। শুধু তাই নয়, বাড়ির অন্দরসজ্জাতেও রাখুন ফুল। লাল-কমলা-হলুদ উজ্জ্বল বর্ণের ফুলে সাজান ফুলদানি। বসার ঘরে যদি জারবেরা রাখেন, তবে শোয়ার ঘরে রাখুন বেল ফুল কিংবা গন্ধরাজ। সুবাসে মন ভাল হবে নিমেষে।
ছাদ বাগানের শখ থাকলে সেখানেও নিজে হাতে লাগান গাছ। ফুল গাছের পরিচর্যা করলে মন ভাল থাকে। কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন ঘরে। অথবা প্লাস্টিকের বাহারি গাছ দিয়েও কাজ চালাতে পারেন। দেওয়ালের রং অনুযায়ী বেছে নিন গাছ।
সুগন্ধি ক্যান্ডেল দিয়ে ঘর সাজান। বাড়িতে অতিথি আসুক বা নাই আসুক, নিজের জন্যই করুন না। ক্যান্ডেললাইট ডিনার টেবিল সাজিয়ে চমকে দিন সঙ্গীকে। একান্ত সময় কাটান দুজনে।
বর্ষার সময়ে চারপাশের স্যাঁতস্যাঁতে ভাব কাটানোর জন্য বাড়ির অন্দরসজ্জাতেও নিয়ে আসুন একটু পরিবর্তন। পর্দা, কুশন কভার, বেডশিট বদলে ফেলুন। উজ্জ্বল রঙের জিনিস ব্যবহার করুন। মন হবে ফুরফুরে।
একটু আধটু নতুন রেসিপি ট্রাই করতে পারেন। ইন্টারনেটের যুগে কোনও কিছুই অসম্ভব নয়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নিত্যনতুন রান্না। মন ভাল হবে নিমেষে। আর কিছু না হোক, এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে পড়ুন বারান্দায়। বৃষ্টির আবেশে মন হবে চনমনে।