আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিলেন রিপাবলিকান দলের প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। বাইডেন ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন ও ‘কটূক্তি’ করেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিতর্কটি অনুষ্ঠিত হয়। বিতর্কের আয়োজন করে সিএনএন ও এবিসি। সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্ক অনুষ্ঠানটি হয়। বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুযায়ী করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প।  বিতর্ক চলাকালীন বাইডেন বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অবশ্য ট্রাম্প আগে থেকেই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।