আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। ১৫ নভেম্বর মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আজ তার মহড়া সেরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। গ্রুপের আটটি ম্যাচই জিতেছে ভারত। এদিন নয়ে নয় করার লক্ষ্য রোহিত অ্যান্ড কোম্পানির। বেঙ্গালুরুর মাঠ চোট। তাই প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করাই টার্গেট। টসে জেতার পর রোহিত বলেন, "আমরা ভাল খেলছি। ব্যাটিং, বোলিং সব বিভাগেই। প্রথম ম্যাচ থেকেই আমরা ছন্দে আছি। আজও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দলের সবাই দায়িত্ব নিয়ে খেলছে। নিজেদের সেরাটা দিচ্ছে। এটা অধিনায়কের কাজ অনেক কমিয়ে দেয়।" নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দল অপরিবর্তিত। এদিন নিয়মরক্ষার ম্যাচে দলে বেশ কয়েকটা পরিবর্তনের আশা করা হয়েছিল। জোরে বোলারদের বিশ্রাম দেওয়ার কথা শোনা যাচ্ছিল। ঈশান কিষাণকে খেলানোরও কথা চলছিল। কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না টিম ম্যানেজমেন্ট।