আজকাল ওয়েবডেস্ক: পরপর একই ঘটনার পুনরাবৃত্তি। এক সপ্তাহে চতুর্থ বার। সেতু ভেঙে পড়ল বিহারে। বৃহস্পতিবার জানা গিয়েছে, বিহারের কিষাণগঞ্জে বাহাদুরগঞ্জ এবং দীঘলবাঁককে জুড়ে রেখেছিল যে ৭০ মিটার সেতু, ভেঙে পড়েছে সেটি। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সেতু বিপর্যয়ের ফলে, দুই শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ব্রিজের কিছু পিলার, মধ্যবর্তী অংশ জলের তলায় চলে যায়। সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে ব্রিজের অংশবিশেষ ধসে গিয়ে জলার তলায় পৌঁছেছে। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ৬ বছর আগে তৈরি হয়েছিল এই সেতুটি। ঘটনার খবর পেয়ে বাহাদুরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুদিক থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে কেউ বিপদজনক রাস্তায় যাতায়াত না করেন। জেলা শাসক জানিয়েছেন, নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে বিহারের নদীর জলস্তর বেড়েছে আচমকাই। তারই ফলস্বরূপ সেতু বিপর্যয়।
এর আগে ২৩ জুন, রবিবার বিহারের চম্পারণের মতিহারীতে নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ে। ২২জুনও সিওয়ানে গণ্ডক ক্যানেলের উপর তৈরি হওয়া পাতেদি বাজার এবং রামগড়ের অন্যতম সংযোগ সেতু ভেঙে পড়ে। ওই সেতুর বয়স ছিল ৪০।
কর্মকর্তারা জানিয়েছেন, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ব্রিজের কিছু পিলার, মধ্যবর্তী অংশ জলের তলায় চলে যায়। সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে ব্রিজের অংশবিশেষ ধসে গিয়ে জলার তলায় পৌঁছেছে। স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ৬ বছর আগে তৈরি হয়েছিল এই সেতুটি। ঘটনার খবর পেয়ে বাহাদুরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুদিক থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে কেউ বিপদজনক রাস্তায় যাতায়াত না করেন। জেলা শাসক জানিয়েছেন, নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে বিহারের নদীর জলস্তর বেড়েছে আচমকাই। তারই ফলস্বরূপ সেতু বিপর্যয়।
এর আগে ২৩ জুন, রবিবার বিহারের চম্পারণের মতিহারীতে নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ে। ২২জুনও সিওয়ানে গণ্ডক ক্যানেলের উপর তৈরি হওয়া পাতেদি বাজার এবং রামগড়ের অন্যতম সংযোগ সেতু ভেঙে পড়ে। ওই সেতুর বয়স ছিল ৪০।
