আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে অসমের শিবাসাগর জেলায়। স্থানীয় বাসিন্দাদের হাতে বেধড়ক মার খায় ওই ব্যক্তি। পালু গোয়ালা নামে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, পালু গোয়ালার সঙ্গে আরেক ব্যক্তি দাদু ওরাং দুজনে একটি বাড়িতে ঢোকে এবং সেখান থেকে মোবাইল চুরি করে। তবে এরপরই তাঁরা উত্তেজিত জনতার হাতে পড়ে যায়। দুজনের দেহেই প্রচুর আঘাতের চিহ্ন ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে আসে এবং তাঁদেরকে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় মামলা দায়ের হয়ে শুরু হয়েছে তদন্ত।