আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে বোমাতঙ্ক। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় বিমানবন্দর চত্বরে। কোচি থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। খবর পাওয়ামাত্র বিমানটিকে খালি করে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। তবে কোনও বোমা না পাওয়ার ফলে স্বস্তি ফেরে কর্তৃপক্ষের মনে। সন্দেহের জেরে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বিমানটিতে বোমা না পাওয়ার ফলে সেটি ফের যাত্রীদের নিয়ে লন্ডনের দিকে যাত্রা করে। যে নম্বর থেকে ফোন এসেছিল তাঁকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। ধৃতের নাম সুহেব। সে কেরালার বাসিন্দা। ধৃতের মেয়ে এবং স্ত্রীকেও আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন এই ঘটনা হল তার তদন্তে নেমেছে পুলিশ। 
