আজকাল ওয়েবডেস্ক : ফের একবার হরিয়ানা সরকারকে তোপ দিলেন দিল্লির জল মন্ত্রী অতিশী। নিজের এক বার্তায় তিনি বলেন, হরিয়ানা সরকার হাতনিকুন্ড বাঁধের জল আটকে রেখেছে। ফলে সেখান থেকে প্রয়োজনীয় জল পাচ্ছে না দিল্লি। হরিয়ানা এটা দেখানোর চেষ্টা করছে তারা দিল্লিকে জল দিচ্ছে। কিন্তু পুরো ঘটনা সাজানো। দিল্লি যেখানে জলের জন্য হাহাকার করছে সেখানে হরিয়ানা সরকার রাজনীতি করছে। অতিশী আরও বলেন, জলের দাবিতে অনশন করছেন তিনি। দিল্লিকে হরিয়ানা যতদিন সঠিক পরিমান জল দিচ্ছে ততদিন তিনি এই অনশন চালিয়ে যাবেন। দিল্লির মানুষের জন্য তিনি পর্যাপ্ত জল নিয়ে ছাড়বেন।