আজকাল ওয়েবডেস্ক : নিজের পদে ফিরলেন আকাশ আনন্দ। বি এস পি চিফ মায়াবতী তাঁকে ফের ফিরিয়ে দিলেন নিজের পদ। বি এস পি জাতীয় কোঅর্ডিনেটর পদে ছিলেন আকাশ। তবে তাঁর রাজনীতিতে পরিণত হয়নি বলে গত ৭ মে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় খোদ মায়াবতী। এবার ফের একবার নিজের পদে ফিরলেন আকাশ। শুধু তাই নয় আকাশের বাবা এই দলের একজন সক্রিয় সদস্য। তাকেও নিজের কাজ করতে বলেছেন মায়াবতী। চলতি বছরের লোকসভা ভোটে খালি হাতে ফিরতে হয়েছে মায়াবতীকে। তাই রবিবার এই সিদ্ধান্ত নিলেন মায়াবতী। ২০১৯ সালে অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়ে ১০ টি আসন জিতেছিল বি এস পি। কিন্তু এবার তাঁদের অবস্থা আরও খারাপ। এত খারাপ ফল কখনও করেনি তারা। দলকে কীভাবে এই অবস্থা থেকে টেনে তোলা যায় সেটাই এবার প্রধান কাজ হবে আকাশ আনন্দের।