নিজস্ব সংবাদদাতা: 'রাণী'কে বারবার অবিশ্বাস করেই চলেছে 'দূর্জয়'। এদিকে 'রাণী'ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করে চলেছে। এবার মহাসপ্তাহে 'দূর্জয়'-এর বিশ্বাস ফিরিয়ে আনতে 'রাণী' ধরা দেবে অন্যরূপে। স্টার জলসার 'তোমাদের রাণী' ধারাবাহিকে মহাসপ্তাহ হতে চলেছে জমজমাট।
পর্দায় 'রাণী' ও 'দূর্জয়' মুখোমুখি হওয়া মানেই একরাশ অভিমান, একে অপরের প্রতি অবিশ্বাস এবং তা থেকে ক্রমশই দূরত্ব বেড়ে যাওয়া। কিন্তু অফস্ক্রীন অর্কপ্রভ ও অভিকা একসঙ্গে থাকা মানেই গল্প, হাসি, মজা কোনওকিছুই বাদ যায় না। এদিন মেকআপ রুমে দুজনেই যেন হয়ে উঠলেন পর্দার 'রাণী' ও 'দূর্জয়'। আজকাল ডট ইন-কে অভিকা বললেন, "এতগুলো বছর রাণী ও দুণীর সঙ্গে দূর্জয় কোনও সম্পর্ক না রেখেও বিদেশ থেকে ফিরে এসে এত অবিশ্বাস কী করে করতে পারে? রাণী তো বারবার প্রমাণ করার চেষ্টা করছে, তাও এত অবিশ্বাস?"
অর্কপ্রভর উত্তর, "আমার হসপিটালে পিকলুকে নিয়ে এসে সেবা করা হচ্ছে, অবিশ্বাস হবে না তো কী হবে? এরপর তো আরও লোকজন আছেই। বিদেশে দূর্জয় এতদিন একা থেকেছে, রাণী কি একা থেকেছে?"
সঙ্গে সঙ্গে অভিকা বলেন "দূর্জয় যে একা থেকেছে তার কী প্রমাণ আছে? এখানে এসে দূর্জয়ের কাছে অনিশা আছে। রাণী, পিকলুকে সুস্থ করে তুলছে শুধুমাত্র সব সত্যিটা সবার সামনে আনার জন্য। যাতে দূর্জয়ের বিশ্বাস সে ফিরিয়ে আনতে পারে। এখানে ভুলটা কোথায়?" এভাবেই বেশ কিছুক্ষণ চললো দু'জনের কথোপকথন। তবে দু'জনকেই দেখা গেল হাসিমুখে এবং তাঁরা জানালেন 'দূর্জয়'-'রাণী'র ঝামেলা করার জন্য কোনও স্ক্রিপ্ট প্রয়োজন হয় না, এভাবে অনায়াসে ঝামেলা চালিয়ে যেতে পারেন তাঁরা। কিন্তু এই ঝামেলার শেষ কোথায়? তবে কি মহা সপ্তাহে দূর্জয়ের বিশ্বাস ফিরিয়ে এনে আবারও কাছাকাছি আসবে দর্শকদের প্রিয় জুটি 'দূর্জাণী'? দু'জনেরই উত্তর, "সেটা জানতে হলে দর্শককে দেখতে হবে তোমাদের রাণী"।
