আজকাল ওয়েবডেস্ক: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমল হোসেন শান্ত। ভারতকে ১৫০ রানের মধ্যে আটকে রাখাই তাঁদের লক্ষ্য। তবে টসে হারলেও কোনও সমস্যা নেই ভারতীয় দলের। রোহিত স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। রোহিত বলেন, 'আমরা ব্যাট করতেই চেয়েছিলাম। টসে জিতলে ব্যাটিং নিতাম। সেটাই পেয়েছি। এবার শুরুটা ভাল করতে হবে। ভাল পিচ। আমাদের দ্রুত উইকেট বুঝতে হবে। যা আমরা আগেও করেছি। আমরা জানি এই টুর্নামেন্ট কিভাবে চলে। প্রত্যেক ম্যাচই গুরুত্বপুর্ণ। দূরের কথা না ভেবে ধাপে ধাপে এগোতে চাই।' দলে কোনও পরিবর্তন নেই। আফগানিস্তান ম্যাচের দলই খেলবে। অর্থাৎ, আবার রোহিতের সঙ্গে ওপেন করবেন বিরাট। রান পাওয়ার অপেক্ষায় থাকবে ভারতের ওপেনিং জুটি। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ২৯ রান কোহলির। এদিন রান পেতে মরিয়া থাকবেন তিনি। অ্যান্টিগাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই সেটা মাথায় রেখেই নামবেন রোহিতরা।‌