নিজস্ব সংবাদদাতা : বাবা পরিচালক, মা অভিনেত্রী। পরিবারের প্রত্যেকেই সিনেমা, থিয়েটারের জগতের মানুষ। পরিবারের ধারা বহন করলেন বিরসা দাশগুপ্ত ও বিদীপ্তা চক্রবর্তীর বড়মেয়ে মেঘলা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় মেয়ের কৃতিত্বের কথা জানিয়ে বিরসা একটি পোস্ট করেন। ওই পোস্টে মেঘলার ছবির সঙ্গে বিরসা লেখান, "আমাদের পারিবারিক ধারা বজায় রাখলো আমার মেয়ে মেঘলা। পরিচালনায় আমাদের পরিবারে চতুর্থ প্রজন্ম হয়ে আত্মপ্রকাশ করলো সে। মেঘলা এবং শ্রমণ চট্টোপাধ্যায়-এর পরিচালনায় তৈরি হয়েছে তাদের প্রথম ডকুমেন্টারি ছবি 'হিয়ারসে'।"

মেঘলার এই ডকুমেন্টারি ছবিটি মুম্বই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'ওয়ার্ক ইন প্রগ্রেস' বিভাগে পুরস্কৃত হয়েছে। প্রথম পরিচালনাতেই মেয়ের এই সাফল্যের জন্য বাবা বিরসা দাশগুপ্ত খুব গর্বিত, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বুঝিয়ে দিলেন পরিচালক। 

প্রসঙ্গত, ঋদ্ধি সেন-এর বিপরীতে 'লোডশেডিং' ছবিতে প্রথমবার অভিনয়ে আত্মপ্রকাশ করেন মেঘলা। আগামীতে তাঁকে 'হেমন্তের অপরাহ্ন' ছবিতে দেখা যেতে চলেছে। এবার পরিচালনায় আত্মপ্রকাশের পর কি বাংলাতেও কাজ করবেন মেঘলা ? তা তো সময়ই বলবে।