সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

সোনাক্ষীর মেহেন্দিতে জাহিরের নাম 

২৩ জুন প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা। তাই ইতিমধ্যেই শত্রুঘ্ন সিনহার বাড়ি 'রামায়ণ' সেজে উঠেছে আলোর সাজে। সূত্রের খবর, ১৯ জুন রাতে সঙ্গীত অনুষ্ঠান হয়েছে সোনাক্ষীর। আর এবার শুক্রবার রাতেই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে হয়ে গেল সোনাক্ষী-জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দির রঙে সোনাক্ষীর হাতে ফুটে উঠল জাহিরের নাম।

'চান্দু'-র প্রশংসায় করণ

কবীর খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেতা কার্তিক আরিয়ান-এর প্রশংসায় পঞ্চমুখ সবাই। তালিকা থেকে বাদ গেলেন না করণ জোহরও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "কবীর খান এই অনুপ্রেরণাদায়ক গল্পটি দর্শকের কাছে একটি প্রেমের চিঠির মতো পরিচালনা করেছেন। আর কার্তিক ওঁর জীবনে এখনও পর্যন্ত সবচেয়ে ভাল কাজ করেছে এই ছবিতে। এই ছবিটি ওঁর ক্যারিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে।"

কাকে দোষ দিলেন আয়ুষ্মানের স্ত্রী?

অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী, তাহিরা কাশ্যপ, ফিচার ফিল্ম, শর্মাজি কি বেটি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন। আগামী ২৮ জুন মুক্তি পাবে ছবিটি। ছবি প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহিরা বলেন, পরিবার, সন্তানদের ছেড়ে বাইরের জগতে কাজ করার প্রসঙ্গে নারীদের প্রশ্ন করা হয়, যেন সে দোষী। কিন্তু একজন পুরুষকে সংসার, সন্তানের দায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন করা হয়না। নারীরা এই বিষয়ে দোষী হলে পুরুষদেরও একই কাজের জন্য দোষী হওয়া উচিত।