নিজস্ব সংবাদদাতা: ‌পরিচালক নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টলিউড তারকাদের ছড়াছড়ি। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে দেখা যেতে পারে টলিপাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎকে। থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ও। কিছুদিন আগে খবর জানা গিয়েছিল অভিনেতা বিমল গিরিও থাকছেন কেন্দ্রীয় নারী চরিত্রের আস্থাভাজনের ভূমিকায়। এবার খবর, এক বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা পূষণ দাসগুপ্তকে।

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পূষণ বলেন, "আমার চরিত্রটা নেতিবাচক। আমি গুন্ডা দলের একজন সদস্য। আবারও একবার নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুশি।"

সূত্রের খবর, অভিনেতা অপ্রতীম চট্টোপাধ্যায়কেও দেখা যাবে 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ। আবারও একবার কমেডির মোড়কে মোড়া এক চরিত্র নিয়ে অভিনেতা ধরা দিতে চলেছেন এই সিরিজে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে সিরিজের। কলকাতায় চলছে জোরকদমে শুটিং পর্ব। নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

প্রসঙ্গত, পূষণকে আগামীতে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'গোপনে মদ ছাড়ান' ছবিতে দেখা যেতে চলেছে।