নিজস্ব সংবাদদাতা: বুকে অস্বস্তি নিয়ে ১৫ জুন হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। তবে দু'দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আই সি ইউ থেকে কেবিনের স্থানান্তরিত করা হয় তাঁকে। আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।

১৫ জুন বাড়িতেই বুকে অস্বস্তি, ধড়ফরানি এবং শ্বাসকষ্ট অনুভব করেন সন্ধ্যা রায়। সেই মুহূর্তেই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ অভিনেত্রীকে। ৩ জন চিকিৎসককে নিয়ে একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়। তবে একদিন পর থেকেই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন অভিনেত্রী। তাই আই সি ইউ থেকে সাধারণ স্থানান্তরিত করা হয় তাঁকে। এখন সম্পূর্ণ সুস্থ তিনি। ৬ দিন পর বাড়ি ফেরার খুশিতে এদিন হাসিমুখে দেখা গেল সন্ধ্যা রায়কে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সন্ধ্যা রায়ের ইসিজি রিপোর্ট, ব্লাড টেস্ট একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সম্পূর্ণ ঠিক আছে। সেই কারণেই হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু বাড়িতেও নিয়মের মধ্যেই থাকতে হবে এই প্রবীণ অভিনেত্রীকে।

সন্ধ্যা রায়ের অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তায় ছিলেন টলিউডের একাধিক শিল্পীরা। অভিনেত্রীর পরিবারের সদস্যরা অভিনেত্রীর অসুস্থতার খবর ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন। এখন সকলের দুশ্চিন্তা কমিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রবীণ অভিনেত্রী।