প্রয়াত অভিনেতা সতীশ শাহ। কয়েক দশক ধরে বহু জনপ্রিয় চরিত্রে দর্শকের মনে জায়গা করে রাখা প্রখ্যাত অভিনেতার শেষরক্ষা আর হল না। ২৫ অক্টোবর দুপুর ২:৩০ নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪।
2
6
‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-র মতো ছবি এবং ধারাবাহিকে তাঁর অভিনয় এখনও স্মৃতির পাতায় জীবিত। সতীশ শাহ দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করেছেন।
3
6
শুরু থেকে অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সতীশ। ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-র মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছে।
4
6
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সতীশের করা শেষ পোস্টটি। অভিনেতার শেষ পোস্টে কী ছিল? শেষ করা পোস্টে তিনি সম্মান জানিয়েছেন কিংবদন্তি অভিনেতা শম্মি কাপুরকে।
5
6
ওই পোস্টের মাধ্যমে তিনি লিখেছিলেন, 'তুমি সর্বদা আমাদের আছো।' এই আনমনে লেখাটি এখন শুধু একটি শ্রদ্ধার বার্তা নয়, বরং একটি অসময়ে হয়ে ওঠা বিদায়।
6
6
এই মুহূর্তে সতীশের অনুরাগী থেকে সহকর্মী, সর্বস্তরের মানুষ একসঙ্গে শোকের সুরে বলছেন — সময়ে সময়ে বদলে যায় চোখে পড়ার জায়গা, জনপ্রিয়তা অথবা সাফল্য; কিন্তু সত্যিই শুভ-শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে মানুষের মনের গভীর থেকে। শম্মি কাপুর-র মতো শিল্পীর জন্য লেখা সতীশ-এর টুইট এখন এমন একটি স্মরণচিহ্ন, যা বলছে — তুমি আছো, তুমি আছো এখানে, তোমার কাজ-প্রভাব আছে আমাদের মাঝেই।